প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠিতে ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, গত শুক্রবার রাতে সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এ কে এম জাকির হোসেন রূপসীয়া গ্রামে গণসংযোগ করছিলেন।
এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মাসুমের কর্মীরা কুপিয়ে জাকির হোসেনকে আহত করে। রাতে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জাকির হোসেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
একই রাতে নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম মল্লিকের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। হামলায় শামসুল আলম, তার ভাই শাহজাহান মল্লিক, সমর্থক লাল চানসহ ৭ জন আহত হয়।
অন্যদিকে একই রাতে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লিটনের প্রচার মাইক ভাঙচুর করেছে। এছাড়া দুই কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম মাওলা মাসুম শেরওয়ানির কর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনায় আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান ঝালকাঠি সদর ও নলছিটি থানা পুলিশ।

ঝালকাঠিতে ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, গত শুক্রবার রাতে সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এ কে এম জাকির হোসেন রূপসীয়া গ্রামে গণসংযোগ করছিলেন।
এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মাসুমের কর্মীরা কুপিয়ে জাকির হোসেনকে আহত করে। রাতে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জাকির হোসেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
একই রাতে নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম মল্লিকের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। হামলায় শামসুল আলম, তার ভাই শাহজাহান মল্লিক, সমর্থক লাল চানসহ ৭ জন আহত হয়।
অন্যদিকে একই রাতে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লিটনের প্রচার মাইক ভাঙচুর করেছে। এছাড়া দুই কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম মাওলা মাসুম শেরওয়ানির কর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনায় আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান ঝালকাঠি সদর ও নলছিটি থানা পুলিশ।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১১ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৪ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৮ মিনিট আগে