ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে নারী ও শিশুসহ আহত হয়েছেন চারজন। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলো ঝালকাঠি পৌর এলাকার পুরাতন কলাবাগান এলাকার মিন্টু হাওলাদারের ছেলে নাইম হাওলাদার (১৩), সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালী আন্দার গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী মোসাম্মৎ পুতুল বেগম (৩৫) ও রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে মো. ইদ্রিস আলী হাওলাদার (৩৩)।
এদিকে মেলার মাঠ থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পুতুল ও ইদ্রিসকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠায় চিকিৎসকেরা।
মেলায় থাকা প্রত্যক্ষদর্শী শারমীন আক্তার, লামিয়া মৌ, সিরাজ উদ্দিন ও মাইনুল ইসলাম জানান, মেলার মাঠে চলতে থাকা নাগরদোলাটির গতি হঠাৎ বেড়ে যায়। এ সময় ছয়টি বক্সের দুটি বক্স একটির সঙ্গে আরেকটি লেগে যায়। এতে প্রায় ৩০ ফুট ওপর থেকে ছিটকে মাটিতে পড়ে গিয়ে আহত হন তিনজন।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নবীন কুন্ডু বলেন, নাগরদোলা থেকে ছিটকে পড়া তিনজনের অবস্থায় গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য আমরা দুজনকে দ্রুত বরিশালে পাঠিয়েছি।
এদিকে দুর্ঘটনার পর নাগরদোলা ও মেলা কর্তৃপক্ষ কেউই উদ্ধারকাজে বা হাসপাতালে আসেননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে আহতদের খোঁজ নিতে রাতেই হাসপাতালে আসেন জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম ও সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম।
জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’
জানা গেছে, খুলনার চামেলি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া মেলাটি আগামী ১০ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

ঝালকাঠিতে মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে নারী ও শিশুসহ আহত হয়েছেন চারজন। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলো ঝালকাঠি পৌর এলাকার পুরাতন কলাবাগান এলাকার মিন্টু হাওলাদারের ছেলে নাইম হাওলাদার (১৩), সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালী আন্দার গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী মোসাম্মৎ পুতুল বেগম (৩৫) ও রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে মো. ইদ্রিস আলী হাওলাদার (৩৩)।
এদিকে মেলার মাঠ থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পুতুল ও ইদ্রিসকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠায় চিকিৎসকেরা।
মেলায় থাকা প্রত্যক্ষদর্শী শারমীন আক্তার, লামিয়া মৌ, সিরাজ উদ্দিন ও মাইনুল ইসলাম জানান, মেলার মাঠে চলতে থাকা নাগরদোলাটির গতি হঠাৎ বেড়ে যায়। এ সময় ছয়টি বক্সের দুটি বক্স একটির সঙ্গে আরেকটি লেগে যায়। এতে প্রায় ৩০ ফুট ওপর থেকে ছিটকে মাটিতে পড়ে গিয়ে আহত হন তিনজন।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নবীন কুন্ডু বলেন, নাগরদোলা থেকে ছিটকে পড়া তিনজনের অবস্থায় গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য আমরা দুজনকে দ্রুত বরিশালে পাঠিয়েছি।
এদিকে দুর্ঘটনার পর নাগরদোলা ও মেলা কর্তৃপক্ষ কেউই উদ্ধারকাজে বা হাসপাতালে আসেননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে আহতদের খোঁজ নিতে রাতেই হাসপাতালে আসেন জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম ও সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম।
জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’
জানা গেছে, খুলনার চামেলি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া মেলাটি আগামী ১০ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
২ ঘণ্টা আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
৩ ঘণ্টা আগে