ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে গভীর রাতে বাসা থেকে সুমন সরদার (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা মো. হাবিব সরদার (৫৮) মারা যান।
পরিবারের সদস্যরা বলছেন, ছেলেকে গ্রেপ্তার হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন হাবিব সরদার। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করছেন বলে জানান। কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে গ্রেপ্তার সুমন সরদারকে ঝালকাঠির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
সুমনের পরিবারের সদস্যদের ভাষ্য, ওই রাতে নলছিটি থানা-পুলিশের একটি দল মারামারির একটি মামলায় সুমন সরদারকে গ্রেপ্তার করতে তাঁদের বাড়িতে যায়। পুলিশ সুমনকে গ্রেপ্তারের সময় আতঙ্কিত হয়ে পড়ে যান তাঁর বাবা হাবিব সরদার। এ সময় তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
ঝালকাঠির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল হাসান জামিনের তথ্য নিশ্চিত করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সুমন সরদার একটি ফৌজদারি মামলার আসামি। তাঁকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা রয়েছে। নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে সুমনকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা।’
সুমনকে গ্রেপ্তারের পর তাঁর বাবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়ে জানতে চাইলে আবদুস ছালাম বলেন, ‘তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি শুনেছি। আসামির বাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জেনেছি।’

ঝালকাঠির নলছিটিতে গভীর রাতে বাসা থেকে সুমন সরদার (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা মো. হাবিব সরদার (৫৮) মারা যান।
পরিবারের সদস্যরা বলছেন, ছেলেকে গ্রেপ্তার হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন হাবিব সরদার। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করছেন বলে জানান। কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে গ্রেপ্তার সুমন সরদারকে ঝালকাঠির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
সুমনের পরিবারের সদস্যদের ভাষ্য, ওই রাতে নলছিটি থানা-পুলিশের একটি দল মারামারির একটি মামলায় সুমন সরদারকে গ্রেপ্তার করতে তাঁদের বাড়িতে যায়। পুলিশ সুমনকে গ্রেপ্তারের সময় আতঙ্কিত হয়ে পড়ে যান তাঁর বাবা হাবিব সরদার। এ সময় তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
ঝালকাঠির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল হাসান জামিনের তথ্য নিশ্চিত করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সুমন সরদার একটি ফৌজদারি মামলার আসামি। তাঁকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা রয়েছে। নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে সুমনকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা।’
সুমনকে গ্রেপ্তারের পর তাঁর বাবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়ে জানতে চাইলে আবদুস ছালাম বলেন, ‘তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি শুনেছি। আসামির বাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জেনেছি।’

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
১৬ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে