ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম স্বাক্ষরিত তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ মামুন শিবলীকে প্রধান করা হয়েছে।
আগামী ৩ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম সদর হাসপাতালের মর্গে রাখা নিহতদের দেখে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ১৫ জনের মৃতদেহ স্বজনেরা শনাক্ত করেছে। তা হস্তান্তর করা হয়েছে। যারা পোস্ট মর্টেম ছাড়া নিতে আবেদন করেছেন তারা তাদের বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে মরদেহ দেওয়া হয়। বাদিকেরও স্বজনরা আসছেন। শনাক্ত হলে হস্তান্তর করা হবে।
এর আগে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়ির ভেতরে কী পরিমাণ মানুষ আটকে আছে, তা এখনই বলা যাচ্ছে না। গাড়িটি উদ্ধার হলে তখন বিস্তারিত বলা যাবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম জানান, বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল একটি বাস। পথে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম স্বাক্ষরিত তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ মামুন শিবলীকে প্রধান করা হয়েছে।
আগামী ৩ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম সদর হাসপাতালের মর্গে রাখা নিহতদের দেখে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ১৫ জনের মৃতদেহ স্বজনেরা শনাক্ত করেছে। তা হস্তান্তর করা হয়েছে। যারা পোস্ট মর্টেম ছাড়া নিতে আবেদন করেছেন তারা তাদের বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে মরদেহ দেওয়া হয়। বাদিকেরও স্বজনরা আসছেন। শনাক্ত হলে হস্তান্তর করা হবে।
এর আগে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়ির ভেতরে কী পরিমাণ মানুষ আটকে আছে, তা এখনই বলা যাচ্ছে না। গাড়িটি উদ্ধার হলে তখন বিস্তারিত বলা যাবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম জানান, বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল একটি বাস। পথে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে