ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় ১ কোটি টাকার পাকা রাস্তা নির্মাণের মাত্র ২৭ দিন পরেই মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। ধসে গেছে আরও দুটি জায়গা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এই অবস্থা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বল্লা নারিকেলতলা মোড় থেকে সেগুনবাগান হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত এক কিলোমিটার সড়কটি নির্মাণ করে। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৪ লাখ ১০ হাজার ৩৫৯ টাকা। গত ৩০ মে রাস্তার কাজ শেষ হয়।
সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বড় একটি গর্তে ঠিকাদারের লোকজন ইটের খোয়া ফেলছেন। গর্তটি গভীর ও বিস্তৃত। রাস্তার সিরার পুকুর এবং মোমরেজ আলীর বাড়ির পেছনের অংশেও ধস নেমেছে।
স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে গিয়ে দেখি রাস্তা বসে গিয়ে বড় গর্ত হয়েছে। আমরা তালপাতার মাধ্যমে চিহ্ন দিয়ে রাখি, যাতে কেউ পড়ে না যায়।’
আরেক বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান মনি বলেন, ‘রাস্তাটির কাজ একদম ভালো হয়নি। শেষ হওয়ার সপ্তাহ না যেতেই নষ্ট হতে শুরু করল। এখনই পিচ উঠে যাচ্ছে।’
তবে রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স হৃদয় কনস্ট্রাকশনের অংশীদার নাজমুল ইসলাম তুষার দাবি করেন, ‘কাজ খারাপ করা হয়নি। সব কাজ ইঞ্জিনিয়ার অফিসের উপস্থিতিতে হয়েছে। গর্তের জায়গায় নিচের কার্লভাট সরে যাওয়ায় এমনটা হয়েছে।’
ঝিকরগাছা উপজেলা প্রকৌশলী মো. সায়ফুল ইসলাম মোল্লা বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে নিচে থাকা একটি পাইপ এবং আরেক জায়গায় সোল্ডার ভেঙে পানি জমার কারণে সমস্যা হয়েছে। এগুলো ঠিক করে দেওয়া হবে। রাস্তার কাজে কোনো অনিয়ম হয়নি, শিডিউল অনুযায়ী কাজ হয়েছে।’

যশোরের ঝিকরগাছায় ১ কোটি টাকার পাকা রাস্তা নির্মাণের মাত্র ২৭ দিন পরেই মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। ধসে গেছে আরও দুটি জায়গা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এই অবস্থা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বল্লা নারিকেলতলা মোড় থেকে সেগুনবাগান হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত এক কিলোমিটার সড়কটি নির্মাণ করে। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৪ লাখ ১০ হাজার ৩৫৯ টাকা। গত ৩০ মে রাস্তার কাজ শেষ হয়।
সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বড় একটি গর্তে ঠিকাদারের লোকজন ইটের খোয়া ফেলছেন। গর্তটি গভীর ও বিস্তৃত। রাস্তার সিরার পুকুর এবং মোমরেজ আলীর বাড়ির পেছনের অংশেও ধস নেমেছে।
স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে গিয়ে দেখি রাস্তা বসে গিয়ে বড় গর্ত হয়েছে। আমরা তালপাতার মাধ্যমে চিহ্ন দিয়ে রাখি, যাতে কেউ পড়ে না যায়।’
আরেক বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান মনি বলেন, ‘রাস্তাটির কাজ একদম ভালো হয়নি। শেষ হওয়ার সপ্তাহ না যেতেই নষ্ট হতে শুরু করল। এখনই পিচ উঠে যাচ্ছে।’
তবে রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স হৃদয় কনস্ট্রাকশনের অংশীদার নাজমুল ইসলাম তুষার দাবি করেন, ‘কাজ খারাপ করা হয়নি। সব কাজ ইঞ্জিনিয়ার অফিসের উপস্থিতিতে হয়েছে। গর্তের জায়গায় নিচের কার্লভাট সরে যাওয়ায় এমনটা হয়েছে।’
ঝিকরগাছা উপজেলা প্রকৌশলী মো. সায়ফুল ইসলাম মোল্লা বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে নিচে থাকা একটি পাইপ এবং আরেক জায়গায় সোল্ডার ভেঙে পানি জমার কারণে সমস্যা হয়েছে। এগুলো ঠিক করে দেওয়া হবে। রাস্তার কাজে কোনো অনিয়ম হয়নি, শিডিউল অনুযায়ী কাজ হয়েছে।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩০ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে