যশোর প্রতিনিধি

যশোরে মদপানে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে মৃত কাশেম মোল্লার মেয়ে নাছরিন খাতুন শহরের কোতোয়ালি থানায় মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে একই উপজেলার সিতারামপুর দক্ষিণপাড়ার বাবুল রহমান নামে এক ব্যক্তিকে। তাঁর কাছ থেকে মদ কিনে খাওয়ার পর অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত কাশেমের মেয়ে নাছরিন খাতুন গতকাল (শনিবার) রাতে থানায় একটি মামলা করেন। আসামি বাবুলসহ জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক হুমায়ন কবির খন্দকার বলেন, ‘রেকটিফাইড স্পিরিট পান করেছিলেন মোট সাতজন। এর মধ্যে চারজন এখন সুস্থ রয়েছে। এদের মধ্যে দুজনকে আমার দপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা আসামি বাবুলের কাছ থেকে স্পিরিট কিনে খেয়েছিলেন বলে তথ্য দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘বাবুল ও জাহাঙ্গীর নামে দুজন রেকটিফাইড স্পিরিটের লেভেল উঠিয়ে মেডিসিন মিক্সড করে বিক্রি করেন। তাঁরা পাইকারি বিক্রেতা আবাদ কচুয়া এলাকার সাইদুল ইসলাম ও আশরাফ হোসেনের কাছ থেকে কিনেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হোমিওপ্যাথিক ওষুধের দোকানে রেকটিফাইড স্পিরিট বিক্রি গোপনে বিক্রি হয়। গত বছর ৭-৮টি অভিযান চালানো হয়েছে। আরও অভিযান চালানো হবে।’
গত ২৫ জানুয়ারি রাতে যশোর সদরের কচুয়া গ্রামের একটি মেহগনি বাগানে মধ্যে বসে কাশেম, জাকির, ইসলাম, নজরুল ইসলাম নজুসহ সাতজন মদপান করেন। এর মধ্যে আবাদ কচুয়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে ইসলাম ও শাহজাহান আলীর ছেলে জাকির হোসেন ও আবু বক্কর মোল্লার ছেলে আবুল কাশেমসহ তিনজন মারা যান। অসুস্থ হয়ে পড়েন আরও চারজন।

যশোরে মদপানে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে মৃত কাশেম মোল্লার মেয়ে নাছরিন খাতুন শহরের কোতোয়ালি থানায় মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে একই উপজেলার সিতারামপুর দক্ষিণপাড়ার বাবুল রহমান নামে এক ব্যক্তিকে। তাঁর কাছ থেকে মদ কিনে খাওয়ার পর অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত কাশেমের মেয়ে নাছরিন খাতুন গতকাল (শনিবার) রাতে থানায় একটি মামলা করেন। আসামি বাবুলসহ জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক হুমায়ন কবির খন্দকার বলেন, ‘রেকটিফাইড স্পিরিট পান করেছিলেন মোট সাতজন। এর মধ্যে চারজন এখন সুস্থ রয়েছে। এদের মধ্যে দুজনকে আমার দপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা আসামি বাবুলের কাছ থেকে স্পিরিট কিনে খেয়েছিলেন বলে তথ্য দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘বাবুল ও জাহাঙ্গীর নামে দুজন রেকটিফাইড স্পিরিটের লেভেল উঠিয়ে মেডিসিন মিক্সড করে বিক্রি করেন। তাঁরা পাইকারি বিক্রেতা আবাদ কচুয়া এলাকার সাইদুল ইসলাম ও আশরাফ হোসেনের কাছ থেকে কিনেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হোমিওপ্যাথিক ওষুধের দোকানে রেকটিফাইড স্পিরিট বিক্রি গোপনে বিক্রি হয়। গত বছর ৭-৮টি অভিযান চালানো হয়েছে। আরও অভিযান চালানো হবে।’
গত ২৫ জানুয়ারি রাতে যশোর সদরের কচুয়া গ্রামের একটি মেহগনি বাগানে মধ্যে বসে কাশেম, জাকির, ইসলাম, নজরুল ইসলাম নজুসহ সাতজন মদপান করেন। এর মধ্যে আবাদ কচুয়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে ইসলাম ও শাহজাহান আলীর ছেলে জাকির হোসেন ও আবু বক্কর মোল্লার ছেলে আবুল কাশেমসহ তিনজন মারা যান। অসুস্থ হয়ে পড়েন আরও চারজন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
২০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
২ ঘণ্টা আগে