যশোর প্রতিনিধি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা করার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন যশোরের ৩৪ জন বীর মুক্তিযোদ্ধা। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট সবার প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ডের প্যাডে আজ সোমবার রাতে ৩৪ বীর মুক্তিযোদ্ধার নাম ও স্বাক্ষর করা বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বীর মুক্তিযোদ্ধারা হলেন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) বৃহত্তর যশোরের ডেপুটি প্রধান রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, গোলাম মোস্তফা, নজরুর ইসলাম চাকলাদার, জি এম ইউসুফ আলী, আব্দুস সালাম প্রমুখ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা, যিনি সাবেক সিইসি, তাঁর ওপর হামলা, অপদস্থ ও লাঞ্ছনার ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করছি। দুর্বৃত্তরা বীর মৃক্তিযোদ্ধা নূরুল হুদাকে বাড়ির বাইরে ডেকে এনে প্রকাশ্যে তাঁকে মারধর করে এবং জুতা পরিয়ে দেয়। মুক্তিযোদ্ধা নূরুল হুদা মহান মুক্তিযুদ্ধে একটি বাহিনীর নেতৃত্বে ছিলেন।
যা পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে তাঁর বীরত্বের জন্য কিংবদন্তিতুল্য সুনাম রয়েছে। দেশের এই অন্যতম শ্রেষ্ঠ সন্তানের এহেন অপমানে আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। বিচার দাবি করছি।
জনগণের জানমালের নিরাপত্তা, সম্মান ও মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। কিন্তু এসব কী হচ্ছে? তাহলে দেশে কোনো মানুষ নিজের আত্মসম্মান রক্ষা করতে পারবেন না। দেশ কি নৈরাজ্যের দিকে চলে যাবে? সেটা হতে পারে না। আমরা এ কথা বলতে চাই, বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদার বিরুদ্ধে কারও যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারবেন। তাই বলে এমন ঘটনা মানা যায় না।’
জানতে চাইলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা কোনো অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে গ্রেপ্তার ও বিচার করুক। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা, এভাবে প্রকাশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করতে পারে না। এটা একটি সভ্য দেশের ঘটনা হতে পারে না। মুক্তিযোদ্ধা হিসেবে আমরা আরেক মুক্তিযোদ্ধাকে হেনস্তা করায় বিবৃতি জানিয়েছি। এই ধরনের ঘটনায় নিন্দা জানাচ্ছি এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গতকাল রোববার রাজধানীর উত্তরায় সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে হেনস্তা ও গলায় জুতা ঝুলিয়ে লাঞ্ছিত করে একদল লোক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, কিছু লোক তাঁকে ঘিরে রেখেছে। তাঁর গলায় জুতা ঝুলিয়ে স্লোগান দেয় তারা।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা করার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন যশোরের ৩৪ জন বীর মুক্তিযোদ্ধা। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট সবার প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ডের প্যাডে আজ সোমবার রাতে ৩৪ বীর মুক্তিযোদ্ধার নাম ও স্বাক্ষর করা বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বীর মুক্তিযোদ্ধারা হলেন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) বৃহত্তর যশোরের ডেপুটি প্রধান রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, গোলাম মোস্তফা, নজরুর ইসলাম চাকলাদার, জি এম ইউসুফ আলী, আব্দুস সালাম প্রমুখ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা, যিনি সাবেক সিইসি, তাঁর ওপর হামলা, অপদস্থ ও লাঞ্ছনার ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করছি। দুর্বৃত্তরা বীর মৃক্তিযোদ্ধা নূরুল হুদাকে বাড়ির বাইরে ডেকে এনে প্রকাশ্যে তাঁকে মারধর করে এবং জুতা পরিয়ে দেয়। মুক্তিযোদ্ধা নূরুল হুদা মহান মুক্তিযুদ্ধে একটি বাহিনীর নেতৃত্বে ছিলেন।
যা পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে তাঁর বীরত্বের জন্য কিংবদন্তিতুল্য সুনাম রয়েছে। দেশের এই অন্যতম শ্রেষ্ঠ সন্তানের এহেন অপমানে আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। বিচার দাবি করছি।
জনগণের জানমালের নিরাপত্তা, সম্মান ও মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। কিন্তু এসব কী হচ্ছে? তাহলে দেশে কোনো মানুষ নিজের আত্মসম্মান রক্ষা করতে পারবেন না। দেশ কি নৈরাজ্যের দিকে চলে যাবে? সেটা হতে পারে না। আমরা এ কথা বলতে চাই, বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদার বিরুদ্ধে কারও যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারবেন। তাই বলে এমন ঘটনা মানা যায় না।’
জানতে চাইলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা কোনো অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে গ্রেপ্তার ও বিচার করুক। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা, এভাবে প্রকাশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করতে পারে না। এটা একটি সভ্য দেশের ঘটনা হতে পারে না। মুক্তিযোদ্ধা হিসেবে আমরা আরেক মুক্তিযোদ্ধাকে হেনস্তা করায় বিবৃতি জানিয়েছি। এই ধরনের ঘটনায় নিন্দা জানাচ্ছি এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গতকাল রোববার রাজধানীর উত্তরায় সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে হেনস্তা ও গলায় জুতা ঝুলিয়ে লাঞ্ছিত করে একদল লোক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, কিছু লোক তাঁকে ঘিরে রেখেছে। তাঁর গলায় জুতা ঝুলিয়ে স্লোগান দেয় তারা।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়ার র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৬ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭); অপরজনের নাম রাকিব মিয়া, তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
৩৮ মিনিট আগে