বেনাপোল (যশোর) প্রতিনিধি

আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ৩টি ট্রাকে ৭৬ টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পেঁয়াজের আমদানিকারক ঢাকার জারিফ ইন্টারন্যাশনাল।
বেনাপোল বন্দর থেকে পণ্য চালানটি ছাড় করে সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েল এন্টার প্রাইজ। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ২০০ ডলার মূল্যে ভারত থেকে আমদানি করা হয়েছে।
পেঁয়াজ আমদানি কারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলাম রয়েল আজকের পত্রিকাকে বলেন, সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পেঁয়াজ আমদানির জন্য আইপি উন্মুক্ত করে। এতে সোমবার সন্ধ্যায় তাদের প্রথম পেঁয়াজের ট্রাক বন্দরে প্রবেশ করে।
পেঁয়াজ আমদানির প্রথম দিনেই কেজিতে ২০ টাকা কমে খোলা বাজারে ৭৫ টাকায় পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। আমদানি বন্ধের অযুহাতে আজ দেশীয় বাজারে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল।
আমদানিকারক শামীম আজকের পত্রিকাকে বলেন, তার ২৫ ট্রাক পেঁয়াজসহ অর্ধশতাধিক ট্রাক মঙ্গলবার বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে।
সাধারণ পেঁয়াজ ক্রেতা রহমান জানান, আমদানির খবরে প্রথম দিনে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা। আমদানি শুরু হওয়া কিছুটা স্বস্তি মিলছে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, বেনাপোল বন্দরে ঢোকার অপেক্ষায় ওপারে বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে আছে। মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে পেঁয়াজ ঢুকবে বন্দরে। এতে কিছুদিনের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার ছাড়পত্র প্রদান করায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত ট্রাক ছাড় করাতে পারে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।’

আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ৩টি ট্রাকে ৭৬ টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পেঁয়াজের আমদানিকারক ঢাকার জারিফ ইন্টারন্যাশনাল।
বেনাপোল বন্দর থেকে পণ্য চালানটি ছাড় করে সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েল এন্টার প্রাইজ। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ২০০ ডলার মূল্যে ভারত থেকে আমদানি করা হয়েছে।
পেঁয়াজ আমদানি কারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলাম রয়েল আজকের পত্রিকাকে বলেন, সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পেঁয়াজ আমদানির জন্য আইপি উন্মুক্ত করে। এতে সোমবার সন্ধ্যায় তাদের প্রথম পেঁয়াজের ট্রাক বন্দরে প্রবেশ করে।
পেঁয়াজ আমদানির প্রথম দিনেই কেজিতে ২০ টাকা কমে খোলা বাজারে ৭৫ টাকায় পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। আমদানি বন্ধের অযুহাতে আজ দেশীয় বাজারে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল।
আমদানিকারক শামীম আজকের পত্রিকাকে বলেন, তার ২৫ ট্রাক পেঁয়াজসহ অর্ধশতাধিক ট্রাক মঙ্গলবার বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে।
সাধারণ পেঁয়াজ ক্রেতা রহমান জানান, আমদানির খবরে প্রথম দিনে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা। আমদানি শুরু হওয়া কিছুটা স্বস্তি মিলছে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, বেনাপোল বন্দরে ঢোকার অপেক্ষায় ওপারে বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে আছে। মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে পেঁয়াজ ঢুকবে বন্দরে। এতে কিছুদিনের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার ছাড়পত্র প্রদান করায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত ট্রাক ছাড় করাতে পারে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।’

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
৬ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২১ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
৩০ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৩৬ মিনিট আগে