বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের চাপায় আনিকা খাতুন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার সকালে স্কুল যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।
নিহত শিক্ষার্থী বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে এ দুর্ঘটনাকে ‘হত্যা’ দাবি করে ট্রাকচালকসহ অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে নিহতের পরিবার ও গ্রামবাসী। পরে স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রাকের চাকার তলে স্কুলব্যাগ আর পাশে পড়ে আছে জুতা। এমন নির্মমতার চিহ্ন বলে দেয় মৃত্যুর আগে কতটুকু যন্ত্রণা সইতে হয়েছে ওই শিক্ষার্থীকে।
স্থানীয়রা জানান, সড়কে যানজট থাকায় রাস্তার এক পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল আনিকা। এ সময়র লাইনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকটি সিরিয়াল ভেঙে দ্রুত গতিতে যাওয়ার পথে আনিকার ওপর তুলে দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত হয় আনিকা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছে নিহত স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা। তার মৃত্যুর জন্য পরিবার ও গ্রামবাসী যশোর আন্তজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতাদের অনিয়ম করে ট্রাক চালানোকে দায়ী করেছেন।
স্থানীয় ব্যবসায়ী আজিবর রহমান জানান, ‘গত ৬ মাসে বেনাপোল বন্দর সড়কে ট্রাক চাপায় এ নিয়ে তিনজন প্রাণ হারিয়েছেন। বন্দর সড়কে আমদানি–রপ্তানি পণ্যের চাপ বাড়ায় দুর্ঘটনা বাড়ছে। কিন্তু বন্দরের ট্রাফিক ব্যবস্থা কোনোভাবে সন্তোষ জনক না।’
নিহত ছাত্রীর বাবা আলমগীর হোসেন বলেন, ‘সড়কের বিশৃঙ্খলার কারণে তার মেয়েকে জীবন দিতে হয়েছে। এ হত্যার তিনি বিচার চান যাতে আর কারও জীবন না যায়।’
বেনাপোল পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন বলেন, ‘এই মৃত্যুর জন্য শ্রমিক ইউনিয়ন নেতাদের চাঁদাবাজি দায়ী। তারা ট্রাক সিরিয়াল ভেঙে সামনে নেওয়ার সময় ওই ছাত্রীর প্রাণ যায়। এসব চাঁদাবাজি বন্ধ হলে সড়কে শৃঙ্খলা ফিরবে ও দুর্ঘটনা কমবে।’
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক চালক ও ট্রাক আটক করা হয়েছে। ছাত্রীদের নিরাপদ যাতায়াতে আপাতত স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের চাপায় আনিকা খাতুন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার সকালে স্কুল যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।
নিহত শিক্ষার্থী বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে এ দুর্ঘটনাকে ‘হত্যা’ দাবি করে ট্রাকচালকসহ অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে নিহতের পরিবার ও গ্রামবাসী। পরে স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রাকের চাকার তলে স্কুলব্যাগ আর পাশে পড়ে আছে জুতা। এমন নির্মমতার চিহ্ন বলে দেয় মৃত্যুর আগে কতটুকু যন্ত্রণা সইতে হয়েছে ওই শিক্ষার্থীকে।
স্থানীয়রা জানান, সড়কে যানজট থাকায় রাস্তার এক পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল আনিকা। এ সময়র লাইনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকটি সিরিয়াল ভেঙে দ্রুত গতিতে যাওয়ার পথে আনিকার ওপর তুলে দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত হয় আনিকা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছে নিহত স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা। তার মৃত্যুর জন্য পরিবার ও গ্রামবাসী যশোর আন্তজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতাদের অনিয়ম করে ট্রাক চালানোকে দায়ী করেছেন।
স্থানীয় ব্যবসায়ী আজিবর রহমান জানান, ‘গত ৬ মাসে বেনাপোল বন্দর সড়কে ট্রাক চাপায় এ নিয়ে তিনজন প্রাণ হারিয়েছেন। বন্দর সড়কে আমদানি–রপ্তানি পণ্যের চাপ বাড়ায় দুর্ঘটনা বাড়ছে। কিন্তু বন্দরের ট্রাফিক ব্যবস্থা কোনোভাবে সন্তোষ জনক না।’
নিহত ছাত্রীর বাবা আলমগীর হোসেন বলেন, ‘সড়কের বিশৃঙ্খলার কারণে তার মেয়েকে জীবন দিতে হয়েছে। এ হত্যার তিনি বিচার চান যাতে আর কারও জীবন না যায়।’
বেনাপোল পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন বলেন, ‘এই মৃত্যুর জন্য শ্রমিক ইউনিয়ন নেতাদের চাঁদাবাজি দায়ী। তারা ট্রাক সিরিয়াল ভেঙে সামনে নেওয়ার সময় ওই ছাত্রীর প্রাণ যায়। এসব চাঁদাবাজি বন্ধ হলে সড়কে শৃঙ্খলা ফিরবে ও দুর্ঘটনা কমবে।’
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক চালক ও ট্রাক আটক করা হয়েছে। ছাত্রীদের নিরাপদ যাতায়াতে আপাতত স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে