মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে আলী হাসান (১৯) নামের এক কোম্পানির বিক্রয় প্রতিনিধির গলায় ও হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার শেখপাড়া খানপুর এলাকা থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
আলী হাসান মুন্সি খানপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেট্রা নামের একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছিনতাই হওয়া ব্যাগে পণ্য বিক্রির ২৬-২৭ হাজার টাকা ছিল বলে দাবি করেছেন আলী হাসান।
আলী হাসান বলেন, ‘আমি পেট্রা নামের একটি কোম্পানিতে কাজ করি। আমার কাজ ফরমায়েশ অনুযায়ী ইঞ্জিন ভ্যানে করে কোম্পানির কলম, পেনসিল, খাতাসহ বিভিন্ন পণ্য দোকানে পৌঁছে দিয়ে টাকা বুঝে নেওয়া। সেই টাকা প্রতি রাতে সুন্দলপুর বাজারে পরিবেশকের ঘরে পৌঁছে বুঝিয়ে দিতে হয়।’
আলী হাসান বলেন, ‘বুধবার দিন শেষে মনোহরপুর বাজারে পণ্য বুঝিয়ে দিয়ে টাকা নিয়ে রাত সাড়ে ৯টার দিকে ভ্যান চালিয়ে ফিরছিলাম। আমার কাছে ব্যাগে পণ্য বিক্রির ২৬-২৭ হাজার টাকা ছিল। শেখপাড়া খানপুর এলাকায় এলে ভ্যান রেখে রাস্তার পাশে প্রস্রাব করতে বসি। সেখান থেকে উঠে ভ্যান টান দিতেই রাস্তার পাশ থেকে তিনজন উঠে আমার গতি রোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। আমি ব্যাগ না ছাড়তে চাইলে ওরা আমার হাতে ছুরি দিয়ে পোচ দেয়। এর পরও আমি ব্যাগ ছাড়তে না চাইলে গলায় পোচ দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মাঠের দিকে চলে যায়। তখন আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইকারীরা আলী হাসানের হাতে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। রাতে হাসপাতালে আনার পর তাঁর ক্ষতস্থান ব্যান্ডেজ করা হয়েছে। তিনি ঝুঁকিমুক্ত।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বসু বলেন, ‘কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে রাতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওয়তায় আনার চেষ্টা করা হবে।’

যশোরের মনিরামপুরে আলী হাসান (১৯) নামের এক কোম্পানির বিক্রয় প্রতিনিধির গলায় ও হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার শেখপাড়া খানপুর এলাকা থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
আলী হাসান মুন্সি খানপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেট্রা নামের একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছিনতাই হওয়া ব্যাগে পণ্য বিক্রির ২৬-২৭ হাজার টাকা ছিল বলে দাবি করেছেন আলী হাসান।
আলী হাসান বলেন, ‘আমি পেট্রা নামের একটি কোম্পানিতে কাজ করি। আমার কাজ ফরমায়েশ অনুযায়ী ইঞ্জিন ভ্যানে করে কোম্পানির কলম, পেনসিল, খাতাসহ বিভিন্ন পণ্য দোকানে পৌঁছে দিয়ে টাকা বুঝে নেওয়া। সেই টাকা প্রতি রাতে সুন্দলপুর বাজারে পরিবেশকের ঘরে পৌঁছে বুঝিয়ে দিতে হয়।’
আলী হাসান বলেন, ‘বুধবার দিন শেষে মনোহরপুর বাজারে পণ্য বুঝিয়ে দিয়ে টাকা নিয়ে রাত সাড়ে ৯টার দিকে ভ্যান চালিয়ে ফিরছিলাম। আমার কাছে ব্যাগে পণ্য বিক্রির ২৬-২৭ হাজার টাকা ছিল। শেখপাড়া খানপুর এলাকায় এলে ভ্যান রেখে রাস্তার পাশে প্রস্রাব করতে বসি। সেখান থেকে উঠে ভ্যান টান দিতেই রাস্তার পাশ থেকে তিনজন উঠে আমার গতি রোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। আমি ব্যাগ না ছাড়তে চাইলে ওরা আমার হাতে ছুরি দিয়ে পোচ দেয়। এর পরও আমি ব্যাগ ছাড়তে না চাইলে গলায় পোচ দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মাঠের দিকে চলে যায়। তখন আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইকারীরা আলী হাসানের হাতে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। রাতে হাসপাতালে আনার পর তাঁর ক্ষতস্থান ব্যান্ডেজ করা হয়েছে। তিনি ঝুঁকিমুক্ত।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বসু বলেন, ‘কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে রাতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওয়তায় আনার চেষ্টা করা হবে।’

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৮ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
১১ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
১৪ মিনিট আগে