বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২৪ জন বাংলাদেশি কিশোর-কিশোরী পাঁচ বছর পর দেশে ফিরেছে। স্বদেশ প্রত্যাবাসন আইনে বেনাপোলে তাদের হস্তান্তর করেছে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ হাইকমিশন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা কিশোর-কিশোরীদের বাড়ি যশোর, সাতক্ষীরা, কক্সবাজার, নওগাঁ, চট্টগ্রাম, যশোর, ঢাকা, বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। তাদের আইনি সহায়তা দিতে ১৩ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার, ছয়জনকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও পাঁচজনকে রাইটস যশোর নামে তিনটি বেসরকারি সংস্থা (এনজিও) গ্রহণ করেছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এ বি এম মুহিত হোসেন বলেন, ‘সংসারে অভাব-অনটনের কারণে ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অপ্রাপ্ত বয়স হওয়ায় এ সময় আইনি সহায়তা দিতে ভারতীয় মানবাধিকার সংস্থা লিলুয়া, ধ্রুব আশ্রম ও সুকন্যা হোম তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজের শেল্টার হোমে নেয়। পরে দুই দেশের সরকারের সহযোগিতায় স্বদেশ প্রত্যাবাসন আইনে তারা দেশে ফেরার সুযোগ পায়।’
মুহিত হোসেন আরও বলেন, ‘ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাদের দেওয়া হবে।’
কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) এ এস এম আলমাস হোসেন জানান, অভিভাবকদের আরও সচেতন হতে হবে। যাতে এসব অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েরা ঘর থেকে বিপথগামী না হয়।’

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২৪ জন বাংলাদেশি কিশোর-কিশোরী পাঁচ বছর পর দেশে ফিরেছে। স্বদেশ প্রত্যাবাসন আইনে বেনাপোলে তাদের হস্তান্তর করেছে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ হাইকমিশন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা কিশোর-কিশোরীদের বাড়ি যশোর, সাতক্ষীরা, কক্সবাজার, নওগাঁ, চট্টগ্রাম, যশোর, ঢাকা, বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। তাদের আইনি সহায়তা দিতে ১৩ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার, ছয়জনকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও পাঁচজনকে রাইটস যশোর নামে তিনটি বেসরকারি সংস্থা (এনজিও) গ্রহণ করেছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এ বি এম মুহিত হোসেন বলেন, ‘সংসারে অভাব-অনটনের কারণে ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অপ্রাপ্ত বয়স হওয়ায় এ সময় আইনি সহায়তা দিতে ভারতীয় মানবাধিকার সংস্থা লিলুয়া, ধ্রুব আশ্রম ও সুকন্যা হোম তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজের শেল্টার হোমে নেয়। পরে দুই দেশের সরকারের সহযোগিতায় স্বদেশ প্রত্যাবাসন আইনে তারা দেশে ফেরার সুযোগ পায়।’
মুহিত হোসেন আরও বলেন, ‘ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাদের দেওয়া হবে।’
কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) এ এস এম আলমাস হোসেন জানান, অভিভাবকদের আরও সচেতন হতে হবে। যাতে এসব অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েরা ঘর থেকে বিপথগামী না হয়।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে