বেনাপোল (যশোর) প্রতিনিধি

দেশে আমদানির অপেক্ষায় ভারতের পেট্রাপোল বন্দরের সিডব্লিউসি পার্কিংয়ে থাকা ব্লিচিংবাহী ট্রাকে আগুন লেগে পাঁচ ট্রাক পণ্য ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে এই অগ্নি দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ট্রাকগুলোতে বিভিন্ন ধরনের পণ্য ছিল বলে জানা গেছে, তবে ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া পাঁচটি ট্রাকের মধ্যে ছিল একটি ব্লিচিংবাহী ট্রাক, দুটি কাগজের রোলবাহী ট্রাক ও একটি তুলার ট্রাক।
ব্যবসায়ী নেতারা বলছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে পারায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছে বন্দর। ভবিষ্যতে ব্লিচিং পণ্য খোলা ট্রাকে আমদানি না করে কনটেইনারে আমদানির দাবি জানিয়েছেন তাঁরা।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীরা রাতেই ফোন দিয়ে বন্দরের সিডব্লিউসি পার্কিংয়ে ব্লিচিংবাহী ট্রাকে আগুন লাগার কথা জানিয়েছে। আগুনে পাঁচ ট্রাক পণ্য সম্পূর্ণ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। এসব ট্রাক বাংলাদেশে রপ্তানি পণ্য নিয়ে আসার অপেক্ষায় পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল।’
ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, ব্লিচিং পণ্যে বারবার অগ্নিকাণ্ড ঘটে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। আশঙ্কা করা হচ্ছিল, ২০ থেকে ২৫টি পণ্যবাহী ট্রাক পুড়বে। তবে দ্রুত প্রতিরোধব্যবস্থা গ্রহণে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বন্দর। ভবিষ্যতে কনটেইনারে এসব ঝুঁকিপূর্ণ পণ্য আমদানি করা গেলে ভয় কম থাকবে।
প্রসঙ্গত, গত দুই বছরে ব্লিচিং পাউডার থেকে বেনাপোল বন্দরে তিনটি, ভারতের পেট্রাপোল বন্দরে দুটি অগ্নিকাণ্ড ঘটেছে।

দেশে আমদানির অপেক্ষায় ভারতের পেট্রাপোল বন্দরের সিডব্লিউসি পার্কিংয়ে থাকা ব্লিচিংবাহী ট্রাকে আগুন লেগে পাঁচ ট্রাক পণ্য ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে এই অগ্নি দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ট্রাকগুলোতে বিভিন্ন ধরনের পণ্য ছিল বলে জানা গেছে, তবে ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া পাঁচটি ট্রাকের মধ্যে ছিল একটি ব্লিচিংবাহী ট্রাক, দুটি কাগজের রোলবাহী ট্রাক ও একটি তুলার ট্রাক।
ব্যবসায়ী নেতারা বলছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে পারায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছে বন্দর। ভবিষ্যতে ব্লিচিং পণ্য খোলা ট্রাকে আমদানি না করে কনটেইনারে আমদানির দাবি জানিয়েছেন তাঁরা।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীরা রাতেই ফোন দিয়ে বন্দরের সিডব্লিউসি পার্কিংয়ে ব্লিচিংবাহী ট্রাকে আগুন লাগার কথা জানিয়েছে। আগুনে পাঁচ ট্রাক পণ্য সম্পূর্ণ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। এসব ট্রাক বাংলাদেশে রপ্তানি পণ্য নিয়ে আসার অপেক্ষায় পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল।’
ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, ব্লিচিং পণ্যে বারবার অগ্নিকাণ্ড ঘটে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। আশঙ্কা করা হচ্ছিল, ২০ থেকে ২৫টি পণ্যবাহী ট্রাক পুড়বে। তবে দ্রুত প্রতিরোধব্যবস্থা গ্রহণে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বন্দর। ভবিষ্যতে কনটেইনারে এসব ঝুঁকিপূর্ণ পণ্য আমদানি করা গেলে ভয় কম থাকবে।
প্রসঙ্গত, গত দুই বছরে ব্লিচিং পাউডার থেকে বেনাপোল বন্দরে তিনটি, ভারতের পেট্রাপোল বন্দরে দুটি অগ্নিকাণ্ড ঘটেছে।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
৩১ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
১ ঘণ্টা আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে