জামালপুর প্রতিনিধি

কেন্দ্রে হামলা, ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাই ও ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন শেষ হয়েছে। উপজেলার ৩টি ইউনিয়নে হলেও বাকি সব গুলোতেই নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ। এ সংঘর্ষের ঘটনায় তিন পুলিশসহ আহত হয়েছেন ১০ জন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের বুখুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগের প্রার্থী বদরুল হাসান বিদ্যুৎ ব্যালট পেপারে অবৈধ সিল দিচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়লে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক বাবুর কর্মী সমর্থকেরা ভোট কেন্দ্রে হামলা চালায়। এ সময় কেন্দ্রে ভাঙচুর করে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। সকাল ৯টায় শাহাবাজপুর ইউনিয়নের পক্ষীমারি কেন্দ্রে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম কেন্দ্রে গেলে তাঁকে মারধর করা হয়। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুর নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে।
সহকারী পুলিশ সুপার সুমন মিয়া সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এদিকে দুপুর ২টায় লক্ষীরচর ইউনিয়নে গজারিয়া কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শটগানের গুলি ছুড়ে। এতে ৩ পুলিশসহ ১০ জন আহত হয়েছে।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এস এম গোলাম মোক্তাদির বলেন, দেশের অন্যান্য স্থানের মতো এই কেন্দ্রে ব্যালট পেপার আনা হয়েছে ভোর ৬টায়। ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। তার কেন্দ্রে ৭টি বুথে ১ হাজার ৩৫১ জন পুরুষ ভোটার এবং ১ হাজার ৫১৩ জন মহিলা ভোটার রয়েছে।

কেন্দ্রে হামলা, ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাই ও ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন শেষ হয়েছে। উপজেলার ৩টি ইউনিয়নে হলেও বাকি সব গুলোতেই নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ। এ সংঘর্ষের ঘটনায় তিন পুলিশসহ আহত হয়েছেন ১০ জন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের বুখুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগের প্রার্থী বদরুল হাসান বিদ্যুৎ ব্যালট পেপারে অবৈধ সিল দিচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়লে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক বাবুর কর্মী সমর্থকেরা ভোট কেন্দ্রে হামলা চালায়। এ সময় কেন্দ্রে ভাঙচুর করে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। সকাল ৯টায় শাহাবাজপুর ইউনিয়নের পক্ষীমারি কেন্দ্রে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম কেন্দ্রে গেলে তাঁকে মারধর করা হয়। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুর নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে।
সহকারী পুলিশ সুপার সুমন মিয়া সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এদিকে দুপুর ২টায় লক্ষীরচর ইউনিয়নে গজারিয়া কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শটগানের গুলি ছুড়ে। এতে ৩ পুলিশসহ ১০ জন আহত হয়েছে।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এস এম গোলাম মোক্তাদির বলেন, দেশের অন্যান্য স্থানের মতো এই কেন্দ্রে ব্যালট পেপার আনা হয়েছে ভোর ৬টায়। ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। তার কেন্দ্রে ৭টি বুথে ১ হাজার ৩৫১ জন পুরুষ ভোটার এবং ১ হাজার ৫১৩ জন মহিলা ভোটার রয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩৪ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩৬ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে