ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে এলাকাবাসী প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। তিনি বলেছেন, টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকেও মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে ব্যর্থ হয়েছেন ফরিদুল হক খান দুলাল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ নির্বাচনী এলাকা ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজারে জাতীয় পার্টির আঞ্চলিক কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপুরের গুঠাইল বাজারে গণসংযোগ করেন মোস্তফা আল মাহমুদ।
ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলালকে উদ্দেশ্য করে মোস্তফা আল মাহমুদ বলেন, ‘তিনি এলাকায় আসলে জনগণ তাঁর সঙ্গে থাকেন না। এখানে তাঁর কোনো ভোট নেই। এ আসন গতবারের মতো তাঁকে আর ছেড়ে দেওয়া হবে না। জাতীয় পার্টির পক্ষ থেকেই এই আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করা হবে। ভবিষ্যতে আমাদের বিজয় সুনিশ্চিত।’
তিনি আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে আমাকে ইতিমধ্যে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া হয়েছে। গতবারের মতো আর কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে অতীতের মতোই দেশে উন্নয়নের প্লাবন সৃষ্টি হবে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সব উপজেলায় গড়ে তোলা হবে শিল্প কারখানা।’
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিপুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান প্রমুখ।

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে এলাকাবাসী প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। তিনি বলেছেন, টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকেও মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে ব্যর্থ হয়েছেন ফরিদুল হক খান দুলাল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ নির্বাচনী এলাকা ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজারে জাতীয় পার্টির আঞ্চলিক কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপুরের গুঠাইল বাজারে গণসংযোগ করেন মোস্তফা আল মাহমুদ।
ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলালকে উদ্দেশ্য করে মোস্তফা আল মাহমুদ বলেন, ‘তিনি এলাকায় আসলে জনগণ তাঁর সঙ্গে থাকেন না। এখানে তাঁর কোনো ভোট নেই। এ আসন গতবারের মতো তাঁকে আর ছেড়ে দেওয়া হবে না। জাতীয় পার্টির পক্ষ থেকেই এই আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করা হবে। ভবিষ্যতে আমাদের বিজয় সুনিশ্চিত।’
তিনি আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে আমাকে ইতিমধ্যে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া হয়েছে। গতবারের মতো আর কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে অতীতের মতোই দেশে উন্নয়নের প্লাবন সৃষ্টি হবে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সব উপজেলায় গড়ে তোলা হবে শিল্প কারখানা।’
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিপুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান প্রমুখ।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
৩৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
৩৯ মিনিট আগে