জামালপুর প্রতিনিধি

সারা দেশে শাখা খুলে সাধারণ মানুষের কাছ থেকে বিনা জামানতে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের সন্ধান পেয়েছে জামালপুরের পুলিশ। জেলা শহরের তমালতলা এলাকায় নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাখা খুলে প্রতারণা করার অভিযোগ উঠেছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক সংবাদ সম্মেলনে প্রতারক চক্রের বিষয়ে বিভিন্ন তথ্য দেন। এ সময় তিনি বলেন, ‘প্রতারক চক্রটিকে ধরতে পুলিশের অভিযান চলছে।’
পুলিশ সুপার কামরুজ্জামান জানান, জামালপুর শহরের তমালতলায় সওদাগর ম্যানশনে নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামের একটি প্রতিষ্ঠানের শাখা অফিস খোলা হয়েছে। সেখানে লোকবল নিয়োগের নামে জামানত বাবদ ১ লাখ টাকা এবং কর্মীদের মধ্যে ৩০ লাখ টাকা ঋণ বিতরণের টার্গেট দেওয়া হয়। এ জন্য কর্মীদের মাধ্যমে ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণের চাহিদা অনুয়ায়ী ১০ পারসেন্ট সার্ভিস চার্জ ও ১০ পারসেন্ট অগ্রিম টাকা প্রতিষ্ঠানে জমা নেওয়া হয়।
নিয়োগের কয়েক মাস অতিবাহিত হলেও কর্মীদের কোনো বেতন-ভাতা না দিয়ে প্রতারণা শুরু করে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিল। এই খবর পেয়ে কর্মীরা সেখানে এলে শাখা ম্যানেজার আশরাফুল ইসলাম তাঁদের দেখে পালিয়ে যান।
পুলিশ সুপার কামরুজ্জামান জানান, প্রতিষ্ঠানের শাখা উদ্বোধন অনুষ্ঠানে কর্মীদের মধ্যে জমা দেওয়া অগ্রিম ও ঋণগ্রহীতাদের টাকা ফেরত নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় ভুক্তভোগীরা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সারা দেশে শাখা খুলে সাধারণ মানুষের কাছ থেকে বিনা জামানতে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের সন্ধান পেয়েছে জামালপুরের পুলিশ। জেলা শহরের তমালতলা এলাকায় নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাখা খুলে প্রতারণা করার অভিযোগ উঠেছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক সংবাদ সম্মেলনে প্রতারক চক্রের বিষয়ে বিভিন্ন তথ্য দেন। এ সময় তিনি বলেন, ‘প্রতারক চক্রটিকে ধরতে পুলিশের অভিযান চলছে।’
পুলিশ সুপার কামরুজ্জামান জানান, জামালপুর শহরের তমালতলায় সওদাগর ম্যানশনে নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামের একটি প্রতিষ্ঠানের শাখা অফিস খোলা হয়েছে। সেখানে লোকবল নিয়োগের নামে জামানত বাবদ ১ লাখ টাকা এবং কর্মীদের মধ্যে ৩০ লাখ টাকা ঋণ বিতরণের টার্গেট দেওয়া হয়। এ জন্য কর্মীদের মাধ্যমে ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণের চাহিদা অনুয়ায়ী ১০ পারসেন্ট সার্ভিস চার্জ ও ১০ পারসেন্ট অগ্রিম টাকা প্রতিষ্ঠানে জমা নেওয়া হয়।
নিয়োগের কয়েক মাস অতিবাহিত হলেও কর্মীদের কোনো বেতন-ভাতা না দিয়ে প্রতারণা শুরু করে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিল। এই খবর পেয়ে কর্মীরা সেখানে এলে শাখা ম্যানেজার আশরাফুল ইসলাম তাঁদের দেখে পালিয়ে যান।
পুলিশ সুপার কামরুজ্জামান জানান, প্রতিষ্ঠানের শাখা উদ্বোধন অনুষ্ঠানে কর্মীদের মধ্যে জমা দেওয়া অগ্রিম ও ঋণগ্রহীতাদের টাকা ফেরত নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় ভুক্তভোগীরা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
২ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৮ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২১ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২১ মিনিট আগে