জামালপুর প্রতিনিধি

অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে জামালপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের চার মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে অনেক নেতা-কর্মী গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
গতকাল বুধবার রাতে জামালপুর সদর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ থানায় এ মামলা করা হয়। এতে ১৪৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
এ চার পুলিশ জানায়, জামালপুর সদর থানায় ৫৪ জনের নাম এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০ জনকে। শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বকশীগঞ্জ থানায় ৩০ জনের নাম এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। এর মধ্যে রাতেই শহরের সীমারপাড়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ইসলামপুর থানায় ২৪ জনের নামে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ জনকে। বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর দেওয়ানগঞ্জে ৪০ জনের নামে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরে বিএনপির নেতা-কর্মীদের বাসাবাড়িতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অনেক নেতা-কর্মী পুলিশের গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এদের বেশির ভাগ রাজধানীতে বিএনপির সমাবেশে অংশ নিতে আগেভাগেই চলে গেছেন।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘সরকার ঢাকার বিএনপির সমাবেশ বানচাল করতেই বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করছে। তিনি বলেন, সরকারের এই পরিকল্পনা সফল হবে না। যত বাধাই আসুক, ঢাকার মহাসমাবেশ সার্থক এবং সফল করব।’

অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে জামালপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের চার মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে অনেক নেতা-কর্মী গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
গতকাল বুধবার রাতে জামালপুর সদর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ থানায় এ মামলা করা হয়। এতে ১৪৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
এ চার পুলিশ জানায়, জামালপুর সদর থানায় ৫৪ জনের নাম এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০ জনকে। শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বকশীগঞ্জ থানায় ৩০ জনের নাম এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। এর মধ্যে রাতেই শহরের সীমারপাড়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ইসলামপুর থানায় ২৪ জনের নামে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ জনকে। বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর দেওয়ানগঞ্জে ৪০ জনের নামে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরে বিএনপির নেতা-কর্মীদের বাসাবাড়িতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অনেক নেতা-কর্মী পুলিশের গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এদের বেশির ভাগ রাজধানীতে বিএনপির সমাবেশে অংশ নিতে আগেভাগেই চলে গেছেন।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘সরকার ঢাকার বিএনপির সমাবেশ বানচাল করতেই বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করছে। তিনি বলেন, সরকারের এই পরিকল্পনা সফল হবে না। যত বাধাই আসুক, ঢাকার মহাসমাবেশ সার্থক এবং সফল করব।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৪ ঘণ্টা আগে