মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে মো. রনি নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ পাওয়া গেছে পরাজিত প্রার্থী ও তাঁর লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. রনি আদারভিটা ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
গতকাল সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ইউপি সদস্য বাদী হয়ে জাহিদ হাসানকে প্রধান করে আটজনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে ভুক্তভোগী ইউপি সদস্য রনি পরিষদের কাজ শেষ করে নিজের বাড়ি ফেরার সময় গজারিয়া মোড়ে অভিযুক্ত জাহিদ ও পরাজিত প্রার্থী রঞ্জুসহ কয়েকজন পথ অবরোধ করেন। তাঁরা দেশীয় অস্ত্র ও রড দিয়ে তাঁর ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে বেঁচে যান। পরে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য মো. রনি বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে যাওয়ায় সময় গজারিয়া মোড়ে কয়েকজন অতর্কিত হামলা চালায়। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আবার যেকোনো সময় আমার ওপর হামলার আশঙ্কা করছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তিরা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এমন কোনো ঘটনা ঘটেনি।’
মাদারগঞ্জ মডেল থানার তদন্ত ওসি আরশেদ আলী জানান, থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের মাদারগঞ্জে মো. রনি নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ পাওয়া গেছে পরাজিত প্রার্থী ও তাঁর লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. রনি আদারভিটা ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
গতকাল সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ইউপি সদস্য বাদী হয়ে জাহিদ হাসানকে প্রধান করে আটজনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে ভুক্তভোগী ইউপি সদস্য রনি পরিষদের কাজ শেষ করে নিজের বাড়ি ফেরার সময় গজারিয়া মোড়ে অভিযুক্ত জাহিদ ও পরাজিত প্রার্থী রঞ্জুসহ কয়েকজন পথ অবরোধ করেন। তাঁরা দেশীয় অস্ত্র ও রড দিয়ে তাঁর ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে বেঁচে যান। পরে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য মো. রনি বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে যাওয়ায় সময় গজারিয়া মোড়ে কয়েকজন অতর্কিত হামলা চালায়। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আবার যেকোনো সময় আমার ওপর হামলার আশঙ্কা করছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তিরা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এমন কোনো ঘটনা ঘটেনি।’
মাদারগঞ্জ মডেল থানার তদন্ত ওসি আরশেদ আলী জানান, থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১৮ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩৭ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩৯ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে