ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় গৃহীত প্রকল্পের শ্রমিকদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের মজুরির টাকা পাঠানো শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যা থেকে মজুরির টাকা পাঠানো শুরু করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নুরনবী মোস্তফা চৌধুরী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে অতিদরিদ্রদের জন্য গৃহীত ইজিপিপি আওতায় উপজেলার ১২টি ইউনিয়নে ৬৬টি প্রকল্প গ্রহণ করা হয়। গত ১১ নভেম্বর প্রকল্পের কাজ শুরু করা হয়। ৪০ দিন চলে এই প্রকল্পের কাজ। এতে মাথাপিছু চার শ টাকা মজুরির ভিত্তিতে ২ হাজার ৮১৪ জন নিবন্ধিত শ্রমিক কাজ করার সুযোগ পান। কার্যাদেশ অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হয়েছে গত ৮ জানুয়ারি। প্রতি প্রকল্পে একজন করে মোট ৬৬ জন শ্রমিক সর্দারসহ প্রতিজন শ্রমিক দৈনিক ৪০০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাজিরা ভাতার টাকা পাওয়ার কথা, কিন্তু প্রকল্পের কাজ তিন সপ্তাহ আগে শেষ হলেও শ্রমিকেরা তাঁদের মজুরির টাকা পাননি।
এ নিয়ে গত ২৭ জানুয়ারি আজকের পত্রিকায় ‘কাজ শেষেও মজুরি নেই দুর্ভোগে শ্রমিকেরা’ শিরোনামে খবর প্রকাশিত হওয়ায় পরদিন ২৮ জানুয়ারি ‘দ্রুত মজুরি পরিশোধ করা হোক’ শিরোনামে সম্পাদকীয় এবং একই দিন রাতে অনলাইন ভার্সনে ‘প্রকল্পের কাজ শেষ হওয়ার ৩ সপ্তাহেও মেলেনি মজুরি, বিপাকে শ্রমিকেরা’ শিরোনামে খবর প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। ফলে মজুরির টাকা শ্রমিকদের মোবাইল বিকাশ অ্যাকাউন্টে পাঠানো উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, ‘শ্রমিকদের বিকাশ অ্যাকাউন্টে তাঁদের মজুরির টাকা পেয়েছেন।’
প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নুরনবী মোস্তফা চৌধুরী বলেন, ‘আমরা ৪০ কর্মদিবসের মধ্যে প্রথম পর্যায়ে শ্রমিকদের ২০ দিনের মজুরির টাকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করেছিলাম। আজ সন্ধ্যা থেকে শ্রমিকদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের মজুরির টাকা পাঠানো শুরু করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু বলেন, যাচাই-বাছাই শেষে দ্বিতীয় পর্যায়ের বাকি ২০ কর্মদিবসের মজুরি পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে। এরপর শ্রমিকেরা তাঁদের মজুরির বাকি টাকা পেয়ে যাবেন।

জামালপুরের ইসলামপুর উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় গৃহীত প্রকল্পের শ্রমিকদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের মজুরির টাকা পাঠানো শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যা থেকে মজুরির টাকা পাঠানো শুরু করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নুরনবী মোস্তফা চৌধুরী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে অতিদরিদ্রদের জন্য গৃহীত ইজিপিপি আওতায় উপজেলার ১২টি ইউনিয়নে ৬৬টি প্রকল্প গ্রহণ করা হয়। গত ১১ নভেম্বর প্রকল্পের কাজ শুরু করা হয়। ৪০ দিন চলে এই প্রকল্পের কাজ। এতে মাথাপিছু চার শ টাকা মজুরির ভিত্তিতে ২ হাজার ৮১৪ জন নিবন্ধিত শ্রমিক কাজ করার সুযোগ পান। কার্যাদেশ অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হয়েছে গত ৮ জানুয়ারি। প্রতি প্রকল্পে একজন করে মোট ৬৬ জন শ্রমিক সর্দারসহ প্রতিজন শ্রমিক দৈনিক ৪০০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাজিরা ভাতার টাকা পাওয়ার কথা, কিন্তু প্রকল্পের কাজ তিন সপ্তাহ আগে শেষ হলেও শ্রমিকেরা তাঁদের মজুরির টাকা পাননি।
এ নিয়ে গত ২৭ জানুয়ারি আজকের পত্রিকায় ‘কাজ শেষেও মজুরি নেই দুর্ভোগে শ্রমিকেরা’ শিরোনামে খবর প্রকাশিত হওয়ায় পরদিন ২৮ জানুয়ারি ‘দ্রুত মজুরি পরিশোধ করা হোক’ শিরোনামে সম্পাদকীয় এবং একই দিন রাতে অনলাইন ভার্সনে ‘প্রকল্পের কাজ শেষ হওয়ার ৩ সপ্তাহেও মেলেনি মজুরি, বিপাকে শ্রমিকেরা’ শিরোনামে খবর প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। ফলে মজুরির টাকা শ্রমিকদের মোবাইল বিকাশ অ্যাকাউন্টে পাঠানো উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, ‘শ্রমিকদের বিকাশ অ্যাকাউন্টে তাঁদের মজুরির টাকা পেয়েছেন।’
প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নুরনবী মোস্তফা চৌধুরী বলেন, ‘আমরা ৪০ কর্মদিবসের মধ্যে প্রথম পর্যায়ে শ্রমিকদের ২০ দিনের মজুরির টাকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করেছিলাম। আজ সন্ধ্যা থেকে শ্রমিকদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের মজুরির টাকা পাঠানো শুরু করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু বলেন, যাচাই-বাছাই শেষে দ্বিতীয় পর্যায়ের বাকি ২০ কর্মদিবসের মজুরি পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে। এরপর শ্রমিকেরা তাঁদের মজুরির বাকি টাকা পেয়ে যাবেন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে