Ajker Patrika

জামালপুরে সরকারি বরাদ্দের ৬০৩ বস্তা চাল জব্দ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
জামালপুরে সরকারি বরাদ্দের ৬০৩ বস্তা চাল জব্দ
জামালপুরের ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে জব্দ করা চাল। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে সরকারি বরাদ্দের প্রতিটি ৩০ কেজি ওজনের ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের আনোয়ারের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। বস্তাগুলোতে খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার। তিনি বলেন, সরকারি সিলসংবলিত ৩০ কেজি ওজনের ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ নারীদের সহায়তার ভিডব্লিউবি কর্মসূচির চাল মজুত রাখার খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ঘটনা টের পেয়ে কৌশলে পালিয়ে যান মজুতদারেরা।

সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোজারুল মিয়া জানান, দুই দিন আগে ইউনিয়ন পরিষদ ভবন থেকে চাল বিতরণ করা হয়েছে। আনোয়ারের বাড়ি থেকে সেই চাল জব্দ করা হয়েছে কি না তা তিনি জানেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছু স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী একটি চক্র সুবিধাভোগীদের কাছ থেকে কম দামে চাল কিনে মজুত রেখেছিল। এ ক্ষেত্রে দরিদ্র আনোয়ারের ঘর ব্যবহার করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে সরকারি চাল জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, ‘হতদরিদ্রদের জন্য বরাদ্দের সরকারি চাল মজুত রাখার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত