ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রাবাস থেকে ১টি গাঁজার গাছ, ৭টি মদের খালি বোতল ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার রাত ৮টায় শুরু করে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া এলাকায় প্রতিষ্ঠিত আইএইচটির ছাত্রাবাস থেকে এসব জব্দ করা হয়।
ছাত্রাবাসে মাদক সেবনের প্রতিবাদ করা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারিও হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িতরা আত্মগোপনে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আইএইচটির পঞ্চম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী ও উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রিফাত আহমেদ ফারাজি ৫-৭ জন বহিরাগত ছেলে ছাত্রাবাসের ৩২০ নম্বর কক্ষে ঢুকে মাদক সেবন করতে থাকে। এর প্রতিবাদ করেন তৃতীয় ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জীবন মিয়া। এ সময় মধ্যে মারামারি শুরু হয়। এতে রিফাত মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় রিফাত ফারাজিকে। এ নিয়ে পুরো ছাত্রাবাসে পরিস্থিতি উত্তেজিত হতে থাকে।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে রাত ৮টার দিকে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) তারেক আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাত ১১টার দিকে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল গভীর রাত পর্যন্ত অভিযান চালায় ছাত্রাবাসে।
এ সময় ১টি মোটরসাইকেলসহ ছাত্রাবাসের ৩২০ ও ২১৪ নম্বর কক্ষ থেকে মাদক সেবনের সরঞ্জাম, ৭টি মদের খালি বোতল এবং টবের মধ্যে রোপণকৃত একটি ছোট্ট গাঁজা গাছ উদ্ধার করে তাঁরা। এ ব্যাপারে জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোস্তাফিজুর রহমান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আজ শনিবার দুপুরে সরেজমিনে গেলে নাম প্রকাশ না করা শর্তে আইএইচটির ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়া তাঁর রাজনৈতিক অবস্থান পাকাপোক্ত করতে ছাত্রাবাসে নিজস্ব বলয় গড়ে তুলতে রিফাত ফারাজিকে দিয়ে দীর্ঘদিন ধরে নানাবিধ অপকর্ম করে আসছে। মাঝে মধ্যেই ছাত্রাবাসে আলহাজ মিয়া আপত্তিকর ঘটনা ঘটায়।
ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। আমার কোনো দোষ নেই।’
তৃতীয় ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র ভুক্তভোগী জীবন মিয়া বলেন, ‘মাদক সেবনে প্রতিবাদ করায় রিফাত ফারাজি ও তার লোকজন আমাকে বেধড়ক মারধর করেছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়ার লোক হওয়ায় রিফাত ফারাজির বিরুদ্ধে কেউ টু শব্দ করতে পারে না।’
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) তারেক আহমেদ বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে আইএইচটি ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনার ঘটার ফোন পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তেমন কিছু না।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন। আইএইচটির ছাত্রাবাসে মাদক সংশ্লিষ্ট কোনো ঘটনা ঘটে থাকলে, তাঁরা আইনানুযায়ী পদক্ষেপ নেবেন।’
জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (এসআই) এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। তবে সেটা গাঁজার গাছ কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
আইএইচটির অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা বলেন, ’ ছাত্রাবাসের কক্ষ থেকে মাদক সেবনের সরঞ্জামসহ মদের খালি বোতল এবং টবের মধ্যে রোপণকৃত একটি ছোট্ট গাঁজা গাছ উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় ইতিমধ্যে আমরা একটি তদন্ত টিম গঠন করেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জামালপুরের ইসলামপুর শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রাবাস থেকে ১টি গাঁজার গাছ, ৭টি মদের খালি বোতল ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার রাত ৮টায় শুরু করে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া এলাকায় প্রতিষ্ঠিত আইএইচটির ছাত্রাবাস থেকে এসব জব্দ করা হয়।
ছাত্রাবাসে মাদক সেবনের প্রতিবাদ করা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারিও হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িতরা আত্মগোপনে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আইএইচটির পঞ্চম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী ও উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রিফাত আহমেদ ফারাজি ৫-৭ জন বহিরাগত ছেলে ছাত্রাবাসের ৩২০ নম্বর কক্ষে ঢুকে মাদক সেবন করতে থাকে। এর প্রতিবাদ করেন তৃতীয় ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জীবন মিয়া। এ সময় মধ্যে মারামারি শুরু হয়। এতে রিফাত মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় রিফাত ফারাজিকে। এ নিয়ে পুরো ছাত্রাবাসে পরিস্থিতি উত্তেজিত হতে থাকে।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে রাত ৮টার দিকে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) তারেক আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাত ১১টার দিকে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল গভীর রাত পর্যন্ত অভিযান চালায় ছাত্রাবাসে।
এ সময় ১টি মোটরসাইকেলসহ ছাত্রাবাসের ৩২০ ও ২১৪ নম্বর কক্ষ থেকে মাদক সেবনের সরঞ্জাম, ৭টি মদের খালি বোতল এবং টবের মধ্যে রোপণকৃত একটি ছোট্ট গাঁজা গাছ উদ্ধার করে তাঁরা। এ ব্যাপারে জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোস্তাফিজুর রহমান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আজ শনিবার দুপুরে সরেজমিনে গেলে নাম প্রকাশ না করা শর্তে আইএইচটির ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়া তাঁর রাজনৈতিক অবস্থান পাকাপোক্ত করতে ছাত্রাবাসে নিজস্ব বলয় গড়ে তুলতে রিফাত ফারাজিকে দিয়ে দীর্ঘদিন ধরে নানাবিধ অপকর্ম করে আসছে। মাঝে মধ্যেই ছাত্রাবাসে আলহাজ মিয়া আপত্তিকর ঘটনা ঘটায়।
ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। আমার কোনো দোষ নেই।’
তৃতীয় ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র ভুক্তভোগী জীবন মিয়া বলেন, ‘মাদক সেবনে প্রতিবাদ করায় রিফাত ফারাজি ও তার লোকজন আমাকে বেধড়ক মারধর করেছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়ার লোক হওয়ায় রিফাত ফারাজির বিরুদ্ধে কেউ টু শব্দ করতে পারে না।’
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) তারেক আহমেদ বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে আইএইচটি ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনার ঘটার ফোন পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তেমন কিছু না।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন। আইএইচটির ছাত্রাবাসে মাদক সংশ্লিষ্ট কোনো ঘটনা ঘটে থাকলে, তাঁরা আইনানুযায়ী পদক্ষেপ নেবেন।’
জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (এসআই) এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। তবে সেটা গাঁজার গাছ কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
আইএইচটির অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা বলেন, ’ ছাত্রাবাসের কক্ষ থেকে মাদক সেবনের সরঞ্জামসহ মদের খালি বোতল এবং টবের মধ্যে রোপণকৃত একটি ছোট্ট গাঁজা গাছ উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় ইতিমধ্যে আমরা একটি তদন্ত টিম গঠন করেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে