ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় জামালপুর শহরের ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারপতনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় রামদা, দা, ফালা, কিরিচ, শাবল, হকিস্টিকসহ বিস্ফোরক দ্রব্য নিয়ে বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। এ নিয়ে ওই দিন রাতে সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামে মামলা করেন। এ ছাড়া ২২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দেওয়া হয়। ওই মামলায় এজাহার নামীয় আসামি আব্দুল কাদের সেখ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ডিবি পুলিশের সহায়তায় জামালপুর শহরের ভাড়া বাসা থেকে এজাহারভুক্ত আসামি পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের সেখকে আটক করা হয়েছে। আজ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসকের কাছে উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা তৃতীয়বারের পৌর মেয়র আব্দুল কাদের সেখকে অনাস্থা জানিয়ে আবেদন করেন ১১ কাউন্সিলর। গত ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করে। গত ৬ মে সাময়িক বরখাস্তের ওই আদেশকে চ্যালেঞ্জ করে আব্দুল কাদের সেখের দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। সংশ্লিষ্টরা আপিল করলে ১৫ মে ওই স্থগিতাদেশের চেম্বার আদালত বহাল রাখলেও তৎকালীন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের হস্তক্ষেপে গত ২৩ জুন মেয়র পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।

জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় জামালপুর শহরের ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারপতনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় রামদা, দা, ফালা, কিরিচ, শাবল, হকিস্টিকসহ বিস্ফোরক দ্রব্য নিয়ে বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। এ নিয়ে ওই দিন রাতে সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামে মামলা করেন। এ ছাড়া ২২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দেওয়া হয়। ওই মামলায় এজাহার নামীয় আসামি আব্দুল কাদের সেখ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ডিবি পুলিশের সহায়তায় জামালপুর শহরের ভাড়া বাসা থেকে এজাহারভুক্ত আসামি পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের সেখকে আটক করা হয়েছে। আজ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসকের কাছে উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা তৃতীয়বারের পৌর মেয়র আব্দুল কাদের সেখকে অনাস্থা জানিয়ে আবেদন করেন ১১ কাউন্সিলর। গত ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করে। গত ৬ মে সাময়িক বরখাস্তের ওই আদেশকে চ্যালেঞ্জ করে আব্দুল কাদের সেখের দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। সংশ্লিষ্টরা আপিল করলে ১৫ মে ওই স্থগিতাদেশের চেম্বার আদালত বহাল রাখলেও তৎকালীন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের হস্তক্ষেপে গত ২৩ জুন মেয়র পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।

চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে বয়স্ক, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে।
৪৩ মিনিট আগে
উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সেই ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে এক শিক্ষার্থী। মো. তাহাসিন নামের ওই শিক্ষার্থী উদ্ভাবন করেছে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নামের একটি বিশেষ যন্ত্র, যা পানিতে ডুবে গেলেই শিশুর অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে।
১ ঘণ্টা আগে