এম কে দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)

জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ২০১৮ সালে কার্যক্রম শুরু হয়। কিন্তু ছয় বছরেও জেলার একমাত্র স্বাস্থ্য শিক্ষার এই প্রতিষ্ঠানটিতে স্থায়ীভাবে নিয়োগ হয়নি শিক্ষক-কর্মচারী। ফলে প্রেষণে নিয়োগ পাওয়া এবং অতিথি শিক্ষক দিয়ে জোড়াতালি দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। এমনকি কর্মী নেওয়া হয় অস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিংয়ের।
জানা গেছে, ২০১৩ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটির ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) এই কাজ বাস্তবায়ন করে। ২০১৮ সালের ২ নভেম্বর স্বাস্থ্য প্রকৌশলের বাস্তবায়নে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে চালু করা হয় পাঠদান কার্যক্রম। এ সময় দুটি বিভাগ দিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করলেও পরে আরও দুটি বিভাগ চালু করা হয়। বর্তমানে চারটি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হলো ল্যাবরেটরি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ফার্মেসি এবং ডেন্টাল।
এসব বিভাগের সাড়ে ৫০০ শিক্ষার্থী লেখাপড়া করছেন। শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয় অতিথি শিক্ষক হিসেবে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও ক্লিনিকে কর্মরত টেকনোলজিস্টদের দিয়ে। প্রতিষ্ঠানটিতে ১০ জন শিক্ষক ও ১৮ জন কর্মচারীর পদ সৃষ্টি করেছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু স্থায়ীভাবে কোনো পদেই নিয়োগ দেওয়া হয়নি। ১০ জন শিক্ষকের বিপরীতে ১০ জনই অতিথি শিক্ষক রয়েছেন।
আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা হয়েছে ১৮ জন কর্মচারী। তবে কর্মচারীরা আট মাস ধরে তাঁদের বেতন-ভাতা পাচ্ছেন না। প্রেষণে নিয়োগ পাওয়া চারজন শিক্ষক হলেন অধ্যক্ষ পদে ডা. মুহাম্মদ মজিবুর রহমান, সহকারী পরিচালক ডা. রবিউল ইসলাম, শিক্ষক ডা. মুখলেছুর রহমান ও ডা. মালিহা মালবিকা মিমু।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া এলাকায় হামিদ আলী মাঠে আইএইচটির ক্যাম্পাস। অন্তত আধা ডজন নির্মিত বহুতল ভবন আকাশপানে উঁকি মারছে। ক্যাম্পাসে প্রবেশপথে নির্মাণ করা হয়েছে নিরাপত্তাবেষ্টনীসহ ফটক। ক্যাম্পাসের শোভা বর্ধনে করা হয়েছে বিভিন্ন জাতের ফুলের বাগানসহ শোভাবর্ধক গাছ। রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক ছাত্রাবাস।
ইসলামপুর পৌর শহরের বাসিন্দা জামালপুর জেলা জজ ও দায়রা আদালতের আইনজীবী মুহাম্মদ মানিক মিয়া বলেন, ‘বিশেষ করে স্থায়ীভাবে জনবল নিয়োগের বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্থায়ী নিয়োগ হলে, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজের উদ্যম বৃদ্ধি পায়। দায়িত্ববোধও বাড়ে। সর্বোপরি স্থায়ীভাবে জনবল নিয়োগে প্রতিষ্ঠানের উন্নয়ন হয়। দীর্ঘদিনেও স্থায়ীভাবে জনবল নিয়োগ না হওয়ায় স্বাস্থ্য শিক্ষার টেকনিক্যাল বিষয়ের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামপুর আইএইচটির যথাযথ সুফল বয়ে আনছে না।’
ইসলামপুর আইএইচটির অধ্যক্ষ মুহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানটিতে ১০ জন শিক্ষকসহ ২৮ জন কর্মচারীর পদ সৃষ্টি করা হয়েছে। ১০ জন অতিথি শিক্ষক দিয়ে পাঠদান করানো হচ্ছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ হওয়া ১৮ জন কর্মচারী আট মাস ধরে তাঁদের বেতন-ভাতা পাচ্ছেন না।’
ইসলামপুর আইএইচটির উদ্যোক্তা, ধর্মমন্ত্রী (জামালপুর-২ আসনের সংসদ সদস্য) মো. ফরিদুল হক খান দুলাল বলেন, ‘আইএইচটিতে স্থায়ীভাবে শিক্ষক নিয়োগের বিষয়ে ইতিমধ্যে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। শিগগির যেন শিক্ষকসহ কর্মচারী স্থায়ীভাবে নিয়োগ দেওয়া যায়, তার চেষ্টা চলছে।’

জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ২০১৮ সালে কার্যক্রম শুরু হয়। কিন্তু ছয় বছরেও জেলার একমাত্র স্বাস্থ্য শিক্ষার এই প্রতিষ্ঠানটিতে স্থায়ীভাবে নিয়োগ হয়নি শিক্ষক-কর্মচারী। ফলে প্রেষণে নিয়োগ পাওয়া এবং অতিথি শিক্ষক দিয়ে জোড়াতালি দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। এমনকি কর্মী নেওয়া হয় অস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিংয়ের।
জানা গেছে, ২০১৩ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটির ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) এই কাজ বাস্তবায়ন করে। ২০১৮ সালের ২ নভেম্বর স্বাস্থ্য প্রকৌশলের বাস্তবায়নে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে চালু করা হয় পাঠদান কার্যক্রম। এ সময় দুটি বিভাগ দিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করলেও পরে আরও দুটি বিভাগ চালু করা হয়। বর্তমানে চারটি বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এগুলো হলো ল্যাবরেটরি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ফার্মেসি এবং ডেন্টাল।
এসব বিভাগের সাড়ে ৫০০ শিক্ষার্থী লেখাপড়া করছেন। শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয় অতিথি শিক্ষক হিসেবে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও ক্লিনিকে কর্মরত টেকনোলজিস্টদের দিয়ে। প্রতিষ্ঠানটিতে ১০ জন শিক্ষক ও ১৮ জন কর্মচারীর পদ সৃষ্টি করেছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু স্থায়ীভাবে কোনো পদেই নিয়োগ দেওয়া হয়নি। ১০ জন শিক্ষকের বিপরীতে ১০ জনই অতিথি শিক্ষক রয়েছেন।
আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা হয়েছে ১৮ জন কর্মচারী। তবে কর্মচারীরা আট মাস ধরে তাঁদের বেতন-ভাতা পাচ্ছেন না। প্রেষণে নিয়োগ পাওয়া চারজন শিক্ষক হলেন অধ্যক্ষ পদে ডা. মুহাম্মদ মজিবুর রহমান, সহকারী পরিচালক ডা. রবিউল ইসলাম, শিক্ষক ডা. মুখলেছুর রহমান ও ডা. মালিহা মালবিকা মিমু।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া এলাকায় হামিদ আলী মাঠে আইএইচটির ক্যাম্পাস। অন্তত আধা ডজন নির্মিত বহুতল ভবন আকাশপানে উঁকি মারছে। ক্যাম্পাসে প্রবেশপথে নির্মাণ করা হয়েছে নিরাপত্তাবেষ্টনীসহ ফটক। ক্যাম্পাসের শোভা বর্ধনে করা হয়েছে বিভিন্ন জাতের ফুলের বাগানসহ শোভাবর্ধক গাছ। রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক ছাত্রাবাস।
ইসলামপুর পৌর শহরের বাসিন্দা জামালপুর জেলা জজ ও দায়রা আদালতের আইনজীবী মুহাম্মদ মানিক মিয়া বলেন, ‘বিশেষ করে স্থায়ীভাবে জনবল নিয়োগের বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্থায়ী নিয়োগ হলে, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজের উদ্যম বৃদ্ধি পায়। দায়িত্ববোধও বাড়ে। সর্বোপরি স্থায়ীভাবে জনবল নিয়োগে প্রতিষ্ঠানের উন্নয়ন হয়। দীর্ঘদিনেও স্থায়ীভাবে জনবল নিয়োগ না হওয়ায় স্বাস্থ্য শিক্ষার টেকনিক্যাল বিষয়ের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামপুর আইএইচটির যথাযথ সুফল বয়ে আনছে না।’
ইসলামপুর আইএইচটির অধ্যক্ষ মুহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানটিতে ১০ জন শিক্ষকসহ ২৮ জন কর্মচারীর পদ সৃষ্টি করা হয়েছে। ১০ জন অতিথি শিক্ষক দিয়ে পাঠদান করানো হচ্ছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ হওয়া ১৮ জন কর্মচারী আট মাস ধরে তাঁদের বেতন-ভাতা পাচ্ছেন না।’
ইসলামপুর আইএইচটির উদ্যোক্তা, ধর্মমন্ত্রী (জামালপুর-২ আসনের সংসদ সদস্য) মো. ফরিদুল হক খান দুলাল বলেন, ‘আইএইচটিতে স্থায়ীভাবে শিক্ষক নিয়োগের বিষয়ে ইতিমধ্যে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। শিগগির যেন শিক্ষকসহ কর্মচারী স্থায়ীভাবে নিয়োগ দেওয়া যায়, তার চেষ্টা চলছে।’

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৫ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে