হবিগঞ্জ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই হবিগঞ্জ শহরে ঝটিকা মিছিল হয়েছে। মিছিল থেকে দুটি প্রাইভেট কার ভাঙচুর ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়াও কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে এই মিছিল বের হয়। এরপর থেকে পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় মুসলিম কোয়ার্টার এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। এরপর পৌর টাউন হলের সামনে সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগ শাখার সভাপতি মো. বদরুল ইসলাম তানভীর ও ছাত্রলীগ নেতা সিয়ার আহমেদের প্রাইভেট কার ভাঙচুর করা হয়।
এ সময় একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয়। বর্তমানে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়াও পুলিশের বিভিন্ন দল শহরে টহল জোরদার করেছে। শহরের কোর্ট স্টেশন, শায়েস্তানগর এলাকাসহ কয়েকটি স্থানে বিএনপি ও পুলিশ-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা জানা গেছে।
তফসিল ঘোষণা হওয়ায় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির নেতৃত্বে নেতা কর্মীরা মিছিল বের করেন। মিছিল শেষে টাউন হল রোডে একটি পথসভা করে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, বিএনপি-জামায়াত চোরগোপ্তা হামলা চালিয়েছে। তবে আমাদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে আনন্দ মিছিল বের করা হবে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই বিএনপি নেতা কর্মীরা একটি মিছিল বের করে। কয়েকটি গাড়ি ভাঙচুর করলে তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া করে। পরে তারা পালিয়ে যায়। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই হবিগঞ্জ শহরে ঝটিকা মিছিল হয়েছে। মিছিল থেকে দুটি প্রাইভেট কার ভাঙচুর ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়াও কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে এই মিছিল বের হয়। এরপর থেকে পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় মুসলিম কোয়ার্টার এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। এরপর পৌর টাউন হলের সামনে সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগ শাখার সভাপতি মো. বদরুল ইসলাম তানভীর ও ছাত্রলীগ নেতা সিয়ার আহমেদের প্রাইভেট কার ভাঙচুর করা হয়।
এ সময় একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয়। বর্তমানে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়াও পুলিশের বিভিন্ন দল শহরে টহল জোরদার করেছে। শহরের কোর্ট স্টেশন, শায়েস্তানগর এলাকাসহ কয়েকটি স্থানে বিএনপি ও পুলিশ-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা জানা গেছে।
তফসিল ঘোষণা হওয়ায় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির নেতৃত্বে নেতা কর্মীরা মিছিল বের করেন। মিছিল শেষে টাউন হল রোডে একটি পথসভা করে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, বিএনপি-জামায়াত চোরগোপ্তা হামলা চালিয়েছে। তবে আমাদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে আনন্দ মিছিল বের করা হবে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই বিএনপি নেতা কর্মীরা একটি মিছিল বের করে। কয়েকটি গাড়ি ভাঙচুর করলে তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া করে। পরে তারা পালিয়ে যায়। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
২৭ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৩১ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
৪০ মিনিট আগে