
শেভরন বাংলাদেশ পরিচালিত হবিগঞ্জের বিবিয়ানা ও সিলেটের জালালাবাদ গ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (ইএমআরডি) সচিব মো. নুরুল আলম। আজ শনিবার শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এরিক এম ওয়াকার খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির, যুগ্ম সচিব মো. মোরশেদা ফেরদৌস এবং সচিবের ব্যক্তিগত সহকারী শাহরিয়ার আল-কবীর সিদ্দিকী।
ওয়াকারের সঙ্গে প্রতিনিধিদল গ্যাস প্ল্যান্ট প্রক্রিয়াকরণ সুবিধাগুলো পরিদর্শন করেন, প্ল্যান্টে বাস্তবায়িত অপারেশন, সুরক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে একটি সার্বিক ধারণা লাভ করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিবিয়ানা ও জালালাবাদ গ্যাস প্ল্যান্টের অপারেশনস ডিরেক্টর রায়ান এম ওট, করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মুহাম্মদ ইমরুল কবির এবং গ্যাস প্ল্যান্ট সুপারিনটেনডেন্টরা।
গত ৩০ বছরে বাংলাদেশে শেভরন এর কার্যক্রম ও উল্লেখযোগ্য সাফল্যের কথা উল্লেখ করে সচিব মো. নুরুল আলম শেভরন বাংলাদেশকে শুভেচ্ছা জানান। তিনি দেশে সাশ্রয়ী, নিরাপদ এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে কোম্পানির নিরবচ্ছিন্ন সহায়তার কথাও তুলে ধরেন।
সচিব আলম বলেন, ‘আমাদের জ্বালানি খাতে শেভরন বাংলাদেশ যে অগ্রগতি সাধন করেছে তা প্রশংসনীয়। সুষ্ঠু ও সংগঠিত কার্যক্রম এবং টেকসই অনুশীলনের প্রতি প্রতিশ্রুতি তাদের কাজের মধ্যে স্পষ্ট। আমরা বাংলাদেশের জ্বালানি খাতে তাদের আরও প্রসারিত ও নিরবচ্ছিন্ন অবদান প্রত্যাশা করছি।’
প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রতি গুরুত্ব দেওয়ার লক্ষ্যে সচিব মো. নুরুল আলম বিবিয়ানা গ্যাস প্ল্যান্টে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানেও অংশ নেন। এই সফরে জ্বালানি খাতের মূল স্টেকহোল্ডারদের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হয়।
দেশের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখে এমন উদ্যোগের জন্য সরকারের সমর্থনকেও নিশ্চিত করা হয়েছে এই সফরে। সফরটি বাংলাদেশ সরকার এবং শেভরন বাংলাদেশের মধ্যে চলমান সহযোগিতামূলক অংশীদারত্বের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করে, যা দেশের জ্বালানি খাতের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি প্রদান করে।

শেভরন বাংলাদেশ পরিচালিত হবিগঞ্জের বিবিয়ানা ও সিলেটের জালালাবাদ গ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (ইএমআরডি) সচিব মো. নুরুল আলম। আজ শনিবার শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এরিক এম ওয়াকার খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির, যুগ্ম সচিব মো. মোরশেদা ফেরদৌস এবং সচিবের ব্যক্তিগত সহকারী শাহরিয়ার আল-কবীর সিদ্দিকী।
ওয়াকারের সঙ্গে প্রতিনিধিদল গ্যাস প্ল্যান্ট প্রক্রিয়াকরণ সুবিধাগুলো পরিদর্শন করেন, প্ল্যান্টে বাস্তবায়িত অপারেশন, সুরক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে একটি সার্বিক ধারণা লাভ করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিবিয়ানা ও জালালাবাদ গ্যাস প্ল্যান্টের অপারেশনস ডিরেক্টর রায়ান এম ওট, করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মুহাম্মদ ইমরুল কবির এবং গ্যাস প্ল্যান্ট সুপারিনটেনডেন্টরা।
গত ৩০ বছরে বাংলাদেশে শেভরন এর কার্যক্রম ও উল্লেখযোগ্য সাফল্যের কথা উল্লেখ করে সচিব মো. নুরুল আলম শেভরন বাংলাদেশকে শুভেচ্ছা জানান। তিনি দেশে সাশ্রয়ী, নিরাপদ এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে কোম্পানির নিরবচ্ছিন্ন সহায়তার কথাও তুলে ধরেন।
সচিব আলম বলেন, ‘আমাদের জ্বালানি খাতে শেভরন বাংলাদেশ যে অগ্রগতি সাধন করেছে তা প্রশংসনীয়। সুষ্ঠু ও সংগঠিত কার্যক্রম এবং টেকসই অনুশীলনের প্রতি প্রতিশ্রুতি তাদের কাজের মধ্যে স্পষ্ট। আমরা বাংলাদেশের জ্বালানি খাতে তাদের আরও প্রসারিত ও নিরবচ্ছিন্ন অবদান প্রত্যাশা করছি।’
প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রতি গুরুত্ব দেওয়ার লক্ষ্যে সচিব মো. নুরুল আলম বিবিয়ানা গ্যাস প্ল্যান্টে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানেও অংশ নেন। এই সফরে জ্বালানি খাতের মূল স্টেকহোল্ডারদের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হয়।
দেশের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখে এমন উদ্যোগের জন্য সরকারের সমর্থনকেও নিশ্চিত করা হয়েছে এই সফরে। সফরটি বাংলাদেশ সরকার এবং শেভরন বাংলাদেশের মধ্যে চলমান সহযোগিতামূলক অংশীদারত্বের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করে, যা দেশের জ্বালানি খাতের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি প্রদান করে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে