টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

‘আমার পেছনে বহুত মানুষ লাগছে। কিন্তু কিছুই ছিঁড়তে পারেনি। এসব ভিডিও বা নিউজ করে কোনো কিছুই করতে পারবেন না। এইগুলো সব খালি খালি। কোনোভাবে কিছুই করতে পারবেন না।’
দম্ভের সুরে সাংবাদিকদের এসব কথা বলেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের অপূর্ব মণ্ডল অপু নামের এক কথিত চিকিৎসক। গতকাল বৃহস্পতিবার রাতে চিংগড়ী গ্রামে তাঁর চেম্বারে এসব কথা বলেন তিনি। এ ঘটনার ১ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় কয়েকজন সাংবাদিক অপু নামের ওই কথিত চিকিৎসকের অপচিকিৎসা ও নামের আগে ডাক্তার লেখা নিয়ে কথা বলতে গেলে উত্তেজিত হয়ে যান তিনি। সাংবাদিকদের হুমকির সুরে ছবি বা ভিডিও করতে নিষেধ করে অপূর্ব মণ্ডল অপু বলেন, ‘আমার পেছনে বহুত মানুষ লাগছে। কিন্তু কিছুই ছিঁড়তে পারেনি। এসব ভিডিও বা নিউজ করে আমার লোমটাও ছিঁড়তে পারবেন না। এইগুলো সব খালি খালি।’ তখন সাংবাদিকেরা ডাক্তারি সনদ দেখতে চাইলে তিনি বলেন, ‘আপনাদের কেন দেখাব? প্রয়োজনে ড্রাগ সুপারকে দেখাব। আপনারা যা পারেন করেন।’
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ বলেন, ‘এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও নামের আগে ডাক্তার ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন অপু নামের কথিত ওই চিকিৎসক। নিজের ওষুধের দোকানে বসে রোগী দেখে ব্যবস্থাপত্র লিখে নিজেই ওষুধ বিক্রি করেন তিনি। এ ছাড়া গায়ের লেখা দামের চেয়ে বেশি দাম রাখা, প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক লেখাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সেখানে গেলে কথিত ওই চিকিৎসক সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করেন। এ ছাড়া সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর জন্য কয়েকজনকে ফোনও করেন অপু। এগুলো খুবই দুঃখজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক চিংগড়ী ও নবুখালীর একাধিক ব্যক্তি বলেন, ‘কয়েক মাস আগেও অপু নামের ওই চিকিৎসকের ভুল চিকিৎসায় এক ব্যক্তি মারা যান। তখন এলাকার কয়েকজন লোক জেলায় কর্মরত সাংবাদিকদের জানানোর পর পাটগাতী ও শ্রীরামকান্দির কিছু প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে হুমকি-ধমকি ও মামলার ভয় দেখায়। তাই আমরা কিছু বলার সাহস পাই না। তবে আমরা চাই, তাঁর অপচিকিৎসা বন্ধ হোক।’
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ ছাড়া কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

‘আমার পেছনে বহুত মানুষ লাগছে। কিন্তু কিছুই ছিঁড়তে পারেনি। এসব ভিডিও বা নিউজ করে কোনো কিছুই করতে পারবেন না। এইগুলো সব খালি খালি। কোনোভাবে কিছুই করতে পারবেন না।’
দম্ভের সুরে সাংবাদিকদের এসব কথা বলেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের অপূর্ব মণ্ডল অপু নামের এক কথিত চিকিৎসক। গতকাল বৃহস্পতিবার রাতে চিংগড়ী গ্রামে তাঁর চেম্বারে এসব কথা বলেন তিনি। এ ঘটনার ১ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় কয়েকজন সাংবাদিক অপু নামের ওই কথিত চিকিৎসকের অপচিকিৎসা ও নামের আগে ডাক্তার লেখা নিয়ে কথা বলতে গেলে উত্তেজিত হয়ে যান তিনি। সাংবাদিকদের হুমকির সুরে ছবি বা ভিডিও করতে নিষেধ করে অপূর্ব মণ্ডল অপু বলেন, ‘আমার পেছনে বহুত মানুষ লাগছে। কিন্তু কিছুই ছিঁড়তে পারেনি। এসব ভিডিও বা নিউজ করে আমার লোমটাও ছিঁড়তে পারবেন না। এইগুলো সব খালি খালি।’ তখন সাংবাদিকেরা ডাক্তারি সনদ দেখতে চাইলে তিনি বলেন, ‘আপনাদের কেন দেখাব? প্রয়োজনে ড্রাগ সুপারকে দেখাব। আপনারা যা পারেন করেন।’
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ বলেন, ‘এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও নামের আগে ডাক্তার ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন অপু নামের কথিত ওই চিকিৎসক। নিজের ওষুধের দোকানে বসে রোগী দেখে ব্যবস্থাপত্র লিখে নিজেই ওষুধ বিক্রি করেন তিনি। এ ছাড়া গায়ের লেখা দামের চেয়ে বেশি দাম রাখা, প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক লেখাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সেখানে গেলে কথিত ওই চিকিৎসক সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করেন। এ ছাড়া সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর জন্য কয়েকজনকে ফোনও করেন অপু। এগুলো খুবই দুঃখজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক চিংগড়ী ও নবুখালীর একাধিক ব্যক্তি বলেন, ‘কয়েক মাস আগেও অপু নামের ওই চিকিৎসকের ভুল চিকিৎসায় এক ব্যক্তি মারা যান। তখন এলাকার কয়েকজন লোক জেলায় কর্মরত সাংবাদিকদের জানানোর পর পাটগাতী ও শ্রীরামকান্দির কিছু প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে হুমকি-ধমকি ও মামলার ভয় দেখায়। তাই আমরা কিছু বলার সাহস পাই না। তবে আমরা চাই, তাঁর অপচিকিৎসা বন্ধ হোক।’
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ ছাড়া কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে