Ajker Patrika

স্থলশক্তিতে প্রয়োজন হলে আমরা সাপোর্ট দিতে পারব: বিমান বাহিনীর প্রধান

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২৪, ১৬: ০০
স্থলশক্তিতে প্রয়োজন হলে আমরা সাপোর্ট দিতে পারব: বিমান বাহিনীর প্রধান

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, ‘পাহাড়ে শান্তি ফেরাতে যৌথ বাহিনীর সঙ্গে বিমান বাহিনীও জড়িত রয়েছে। আমাদের অত্যাধুনিক ইউআইভি আছে। যখনই প্রয়োজন হচ্ছে ব্যবহার করছি। এ ছাড়া স্থলশক্তিতে প্রয়োজন হলে আমরা যথেষ্ট এয়ার সাপোর্ট দিতে পারব। কারণ সেই সক্ষমতাও বিমান বাহিনীর রয়েছে।’

আজ বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমান বাহিনীর প্রধান এসব কথা বলেন।

বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুযায়ী আমরা কারও সঙ্গে শত্রুতা করতে চাই না। কিন্তু কেউ যদি কখনো আমাদের আঘাত করার চেষ্টা করে, আমরা তার দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। আমাদের সেই সক্ষমতা রয়েছে।’

এয়ার মার্শাল হাসান মাহমুদ খান আরও বলেন, ‘শিগগিরই আমরা আরও ভালো ভালো বিমান পাব বলে আশা করি। আগামী তিন বছরে বিমান বাহিনীকে আরও আধুনিকায়ন ও উত্তরোত্তর উন্নতি করার চেষ্টা করব।’

বঙ্গবন্ধুর সমাধিতে বিমান বাহিনীর প্রধানের শ্রদ্ধাএর আগে বিমান বাহিনীর প্রধান টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিমানবাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা খান।

শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত