নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফরিদপুরের সাবেক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে থাকা মোট সাড়ে ১১ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (২০ অক্টোবর) সম্পদ ক্রোকের বিষয়টি আজকের পত্রিকাকে জানান দুদকের ফরিদপুর জেলার একজন কর্মকর্তা।
দুদকের একটি সূত্র জানায়, ক্রোক করা ভবনে দুদকে রিসিভার নিয়োগ করে বিজ্ঞ আদালতের আদেশে করেন। আদেশ পাওয়ার পর বাড়ীর দখল বুঝে নেয়ার কাজ শুরু করে দুদকের ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা। ইনভেন্টরী করে সোমবার বিজ্ঞ আদালতকে অবহিত করা হবে বলে জানায় সূত্রটি।
গত ১৬ অক্টোবর এ দম্পত্তির নামে থাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ক্রোকের আবেদন করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-সহকারী পরিচালক ইমরান আকন।
দুদকের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্করের স্ত্রীর জামিলা পারভীন কুমকুমের নামে থাকা গোপালগঞ্জ জেলা সদরের চাঁদমারী এলাকার ৬ কোটি টাকা মূল্যের একটি ৬ তলা বাড়ি জব্দ করা হয়েছে।
এছাড়া তুহিন লস্করের নামে থাকা ঢাকার মিরপুর বিজয় রাকিন সিটি প্রজেক্টে অবস্থিত ১ কোটি ২৮ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে।
এর আগে গত ৭ আগস্ট এ দম্পতির প্রায় ৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ক্রোক করা হয়। এ নিয়ে এই দম্পত্তির প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পদ ক্রোক করা হয়েছে।
অন্যদিকে স্ত্রী জামিলা পারভীর কুমকুমের ব্র্যাক ব্যাংকের ফরিদপুর শাখায় ২টি আলাদা ব্যাংক হিসাবে প্রায় ৮০ লাখ টাকা ও একই ব্যাংকে তুহিন লস্করের হিসাবে থাকা ২৬ লাখ ৪৮ হাজার টাকা যা ক্রোক করে দুদক।
দুদক জানায়, বিপুল পরিমাণ সম্পদের মালিক হলেও এসব অর্থ উপার্জনের কোনো উৎস দেখাতে পারেননি জামিলা পারভীন। খুলনার হাউজিং এস্টেটে একটি ৫ তলা বাড়ি, ফরিদপুরে দুটি ফ্ল্যাট এবং গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে তার নামে জমি রয়েছে বলে জানায় সূত্রটি।

ফরিদপুরের সাবেক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে থাকা মোট সাড়ে ১১ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (২০ অক্টোবর) সম্পদ ক্রোকের বিষয়টি আজকের পত্রিকাকে জানান দুদকের ফরিদপুর জেলার একজন কর্মকর্তা।
দুদকের একটি সূত্র জানায়, ক্রোক করা ভবনে দুদকে রিসিভার নিয়োগ করে বিজ্ঞ আদালতের আদেশে করেন। আদেশ পাওয়ার পর বাড়ীর দখল বুঝে নেয়ার কাজ শুরু করে দুদকের ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা। ইনভেন্টরী করে সোমবার বিজ্ঞ আদালতকে অবহিত করা হবে বলে জানায় সূত্রটি।
গত ১৬ অক্টোবর এ দম্পত্তির নামে থাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ক্রোকের আবেদন করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-সহকারী পরিচালক ইমরান আকন।
দুদকের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্করের স্ত্রীর জামিলা পারভীন কুমকুমের নামে থাকা গোপালগঞ্জ জেলা সদরের চাঁদমারী এলাকার ৬ কোটি টাকা মূল্যের একটি ৬ তলা বাড়ি জব্দ করা হয়েছে।
এছাড়া তুহিন লস্করের নামে থাকা ঢাকার মিরপুর বিজয় রাকিন সিটি প্রজেক্টে অবস্থিত ১ কোটি ২৮ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে।
এর আগে গত ৭ আগস্ট এ দম্পতির প্রায় ৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ক্রোক করা হয়। এ নিয়ে এই দম্পত্তির প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পদ ক্রোক করা হয়েছে।
অন্যদিকে স্ত্রী জামিলা পারভীর কুমকুমের ব্র্যাক ব্যাংকের ফরিদপুর শাখায় ২টি আলাদা ব্যাংক হিসাবে প্রায় ৮০ লাখ টাকা ও একই ব্যাংকে তুহিন লস্করের হিসাবে থাকা ২৬ লাখ ৪৮ হাজার টাকা যা ক্রোক করে দুদক।
দুদক জানায়, বিপুল পরিমাণ সম্পদের মালিক হলেও এসব অর্থ উপার্জনের কোনো উৎস দেখাতে পারেননি জামিলা পারভীন। খুলনার হাউজিং এস্টেটে একটি ৫ তলা বাড়ি, ফরিদপুরে দুটি ফ্ল্যাট এবং গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে তার নামে জমি রয়েছে বলে জানায় সূত্রটি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
৫ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
১৭ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
৩৭ মিনিট আগে
রাজধানীতে সড়ক অবরোধ করছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। এ সময় কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
৩৯ মিনিট আগে