গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই সমন্বয়কসহ চারজন আহত হয়েছেন।
হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ করছেন সমন্বয়কেরা। তাঁরা অভিযোগ করেন, হামলার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা।
ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।
আজ শনিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর শরীফ সরকার জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশ করেন। এ সময় সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ওমর শরীফ বলেন, এ সময় ছাত্রলীগ কর্মীরা তাঁকেসহ সমন্বয়ক সাকিব আহমেদ, শিক্ষার্থী মোহাম্মদ জসিমুদ্দিন, ফয়সাল জামান ফাহিম ও বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। হামলার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরেও হামলা চালানো হয়।
এ ঘটনার প্রতিবাদে ও ছাত্রলীগ কর্মীদের গ্রেপ্তারের দাবিতে সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে।
এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগের একাধিক নেতা–কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজিব আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটির দিন হওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম না। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়েছি। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরেরা পরিস্থিতি সামাল দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন শান্ত রয়েছে। রাতে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করা হবে।’

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই সমন্বয়কসহ চারজন আহত হয়েছেন।
হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ করছেন সমন্বয়কেরা। তাঁরা অভিযোগ করেন, হামলার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা।
ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।
আজ শনিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর শরীফ সরকার জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশ করেন। এ সময় সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ওমর শরীফ বলেন, এ সময় ছাত্রলীগ কর্মীরা তাঁকেসহ সমন্বয়ক সাকিব আহমেদ, শিক্ষার্থী মোহাম্মদ জসিমুদ্দিন, ফয়সাল জামান ফাহিম ও বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। হামলার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরেও হামলা চালানো হয়।
এ ঘটনার প্রতিবাদে ও ছাত্রলীগ কর্মীদের গ্রেপ্তারের দাবিতে সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে।
এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগের একাধিক নেতা–কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজিব আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটির দিন হওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম না। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়েছি। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরেরা পরিস্থিতি সামাল দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন শান্ত রয়েছে। রাতে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করা হবে।’

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১৭ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
২০ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৩৭ মিনিট আগে