গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই সমন্বয়কসহ চারজন আহত হয়েছেন।
হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ করছেন সমন্বয়কেরা। তাঁরা অভিযোগ করেন, হামলার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা।
ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।
আজ শনিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর শরীফ সরকার জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশ করেন। এ সময় সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ওমর শরীফ বলেন, এ সময় ছাত্রলীগ কর্মীরা তাঁকেসহ সমন্বয়ক সাকিব আহমেদ, শিক্ষার্থী মোহাম্মদ জসিমুদ্দিন, ফয়সাল জামান ফাহিম ও বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। হামলার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরেও হামলা চালানো হয়।
এ ঘটনার প্রতিবাদে ও ছাত্রলীগ কর্মীদের গ্রেপ্তারের দাবিতে সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে।
এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগের একাধিক নেতা–কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজিব আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটির দিন হওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম না। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়েছি। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরেরা পরিস্থিতি সামাল দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন শান্ত রয়েছে। রাতে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করা হবে।’

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই সমন্বয়কসহ চারজন আহত হয়েছেন।
হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ করছেন সমন্বয়কেরা। তাঁরা অভিযোগ করেন, হামলার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা।
ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।
আজ শনিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর শরীফ সরকার জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশ করেন। এ সময় সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ওমর শরীফ বলেন, এ সময় ছাত্রলীগ কর্মীরা তাঁকেসহ সমন্বয়ক সাকিব আহমেদ, শিক্ষার্থী মোহাম্মদ জসিমুদ্দিন, ফয়সাল জামান ফাহিম ও বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। হামলার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরেও হামলা চালানো হয়।
এ ঘটনার প্রতিবাদে ও ছাত্রলীগ কর্মীদের গ্রেপ্তারের দাবিতে সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে।
এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগের একাধিক নেতা–কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজিব আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটির দিন হওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম না। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়েছি। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরেরা পরিস্থিতি সামাল দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন শান্ত রয়েছে। রাতে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করা হবে।’

পাউবোর নীলফামারী উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আলী বাদী হয়ে জলঢাকা থানায় শুক্র ও শনিবার পৃথক দুটি মামলা করেন। এতে ১৯ ও ২২ জনের নাম উল্লেখ করে ৬৯১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
২ ঘণ্টা আগে
নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন অফিসের একটি সংঘবদ্ধ চক্র নিয়মবহির্ভূতভাবে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে। এর মাধ্যমে রোহিঙ্গারা পাচ্ছে বাংলাদেশি নাগরিকত্ব।
৭ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় নেওয়া ১৮টি প্রকল্পের বিল এক মাস আগে স্বাক্ষর হলেও এখন পর্যন্ত টাকা পাননি প্রকল্পের সভাপতিরা। অভিযোগ উঠেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর বিলে স্বাক্ষর করিয়ে টাকা আটকে রেখে সভাপতিদের ঘুরাচ্ছে।
৭ ঘণ্টা আগে