টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী–১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেকে নৌকার মাঝি দাবি করেছেন। আজ মঙ্গলবার গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এমন দাবির কথা জানান।
মাহিয়া মাহি বলেন, ‘নৌকার প্রার্থীকে হারিয়ে জিতব বিষয়টি ওইভাবে নিচ্ছি না। কারণ, আমি নিজে মনে–প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। আমি নৌকা পাইনি, কিন্তু আমিও একজন মাঝি। সেখানে আরও একজন নৌকার মাঝি আছেন। এর মধ্যে মানুষ ভোট দিয়ে যাকে জয়ী করবেন, সেই আসলে নৌকার মাঝি হবেন। বিষয়টি ওইভাবে ধরেই আমি এগোচ্ছি।’
ঢাকাই চলচ্চিত্রে এ নায়িকা বলেন, ‘দেশের সাধারণ নাগরিক হিসেবে যে কোন জায়গা থেকে নির্বাচন করতে পারি। রাজশাহী–১ ও চাঁপাইনবাবগঞ্জ দুটোই আমার এলাকা। দুই জায়গায় আমার বেড়ে ওঠা, বড় হওয়া। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এলাকার মানুষের জন্যই। তারা জোর করে বলেছে, আপনাকে নির্বাচন করতে হবে। তাদের পীরাপীড়িতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’
চিত্রনায়িকা মাহি আরও বলেন, ‘আমি শতভাগ আশাবাদী, আমার জনপ্রিয়তা দিয়ে তাদের শাসক নয়, সেবক হব। আর এলাকার মানুষকে আমি সেবা দেব। আমার বিশ্বাস, আমি বিজয়ী হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী মায়ের মমতায় বরণ করে নেবে।’
এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ–২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওই আসনে থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে রাজশাহী–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হন তিনি।
কিন্তু সংসদীয় এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় তার প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে ঢাকাই সিনেমার এই নায়িকা নির্বাচন কমিশনে আপিল করে (১১ ডিসেম্বর) প্রার্থিতা ফিরে পান।

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী–১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেকে নৌকার মাঝি দাবি করেছেন। আজ মঙ্গলবার গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এমন দাবির কথা জানান।
মাহিয়া মাহি বলেন, ‘নৌকার প্রার্থীকে হারিয়ে জিতব বিষয়টি ওইভাবে নিচ্ছি না। কারণ, আমি নিজে মনে–প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। আমি নৌকা পাইনি, কিন্তু আমিও একজন মাঝি। সেখানে আরও একজন নৌকার মাঝি আছেন। এর মধ্যে মানুষ ভোট দিয়ে যাকে জয়ী করবেন, সেই আসলে নৌকার মাঝি হবেন। বিষয়টি ওইভাবে ধরেই আমি এগোচ্ছি।’
ঢাকাই চলচ্চিত্রে এ নায়িকা বলেন, ‘দেশের সাধারণ নাগরিক হিসেবে যে কোন জায়গা থেকে নির্বাচন করতে পারি। রাজশাহী–১ ও চাঁপাইনবাবগঞ্জ দুটোই আমার এলাকা। দুই জায়গায় আমার বেড়ে ওঠা, বড় হওয়া। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এলাকার মানুষের জন্যই। তারা জোর করে বলেছে, আপনাকে নির্বাচন করতে হবে। তাদের পীরাপীড়িতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’
চিত্রনায়িকা মাহি আরও বলেন, ‘আমি শতভাগ আশাবাদী, আমার জনপ্রিয়তা দিয়ে তাদের শাসক নয়, সেবক হব। আর এলাকার মানুষকে আমি সেবা দেব। আমার বিশ্বাস, আমি বিজয়ী হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী মায়ের মমতায় বরণ করে নেবে।’
এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ–২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওই আসনে থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে রাজশাহী–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হন তিনি।
কিন্তু সংসদীয় এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় তার প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে ঢাকাই সিনেমার এই নায়িকা নির্বাচন কমিশনে আপিল করে (১১ ডিসেম্বর) প্রার্থিতা ফিরে পান।

একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
৫ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
৪১ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে