গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অতিরিক্ত টাকা আদায় এবং সিন্ডিকেটসহ আটটি অনিয়মের প্রমাণ মিলেছে। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে এসব প্রমাণ পাওয়া যায়। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, অভিযানের শুরুতে রোগী সেজে গোপনে হাসপাতালের বিভিন্ন অনিয়মের ভিডিও ধারণসহ তথ্য সংগ্রহ করা হয়। পরে হাসপাতালের বহির্বিভাগ ও টিকিট কাউন্টারসহ বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করে দুদক টিম। অভিযানে টিকিট কাউন্টারে অতিরিক্ত টাকা আদায়, বহির্বিভাগে অধিকাংশ ডাক্তার ও কর্মচারী অনুপস্থিত, স্টোরে কম্বল থাকা সত্ত্বেও রোগীদের না দেওয়া, সার্টিফিকেট-বাণিজ্যে হাসপাতালটির চতুর্থ শ্রেণির কর্মচারী সোহেল শেখ ও কুদ্দুস গাজীর একটি সিন্ডিকেটসহ আটটি অনিয়ম ধরা পড়ে।
এ সময় দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায়, মো. সোহরাব হোসেন সোহেল, উপসহকারী পরিচালক আফসার উদ্দিন, মো. আল-আমিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস বিভিন্ন মেশিন অকেজো থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ‘মেশিনগুলো সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও এ বিষয়ে কোনো সাহায্য আমরা পাইনি।’
৮০ শতাংশ ডাক্তার অনুপস্থিত থাকার বিষয়ে তিনি বলেন, ‘ডাক্তারেরা সকালে রাউন্ডের পরই সাধারণত বহির্বিভাগে রোগী দেখতে বসেন। গতকাল দু-একজন ডাক্তারকে আমরা বহির্বিভাগে দেখতে পাইনি।’
তিনি আরও বলেন, ‘টিকিটে অতিরিক্ত টাকা কেন নেওয়া হয়েছে, এ বিষয়ে তাঁদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে। হাসপাতালে অনিয়মের বিষয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা অবশ্যই নেব আমরা।’
দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, ‘গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। সে পরিপ্রেক্ষিতে আমরা সরেজমিনে হাসপাতালে আসি। হাসপাতালে টিকিট কাউন্টারে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি আমাদের নজরে আসে। সকাল ৯টার পর বহির্বিভাগে ডাক্তার থাকার কথা থাকলেও কয়েকজন ছাড়া অন্যদের পাওয়া যায়নি। এ অবস্থায় এখানে ডাক্তারদের মধ্যে সেবা দিতে অনীহার বিষয়টি প্রকাশ পেয়েছে।’ কর্তৃপক্ষ অনিয়মের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অতিরিক্ত টাকা আদায় এবং সিন্ডিকেটসহ আটটি অনিয়মের প্রমাণ মিলেছে। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে এসব প্রমাণ পাওয়া যায়। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, অভিযানের শুরুতে রোগী সেজে গোপনে হাসপাতালের বিভিন্ন অনিয়মের ভিডিও ধারণসহ তথ্য সংগ্রহ করা হয়। পরে হাসপাতালের বহির্বিভাগ ও টিকিট কাউন্টারসহ বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করে দুদক টিম। অভিযানে টিকিট কাউন্টারে অতিরিক্ত টাকা আদায়, বহির্বিভাগে অধিকাংশ ডাক্তার ও কর্মচারী অনুপস্থিত, স্টোরে কম্বল থাকা সত্ত্বেও রোগীদের না দেওয়া, সার্টিফিকেট-বাণিজ্যে হাসপাতালটির চতুর্থ শ্রেণির কর্মচারী সোহেল শেখ ও কুদ্দুস গাজীর একটি সিন্ডিকেটসহ আটটি অনিয়ম ধরা পড়ে।
এ সময় দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায়, মো. সোহরাব হোসেন সোহেল, উপসহকারী পরিচালক আফসার উদ্দিন, মো. আল-আমিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস বিভিন্ন মেশিন অকেজো থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ‘মেশিনগুলো সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও এ বিষয়ে কোনো সাহায্য আমরা পাইনি।’
৮০ শতাংশ ডাক্তার অনুপস্থিত থাকার বিষয়ে তিনি বলেন, ‘ডাক্তারেরা সকালে রাউন্ডের পরই সাধারণত বহির্বিভাগে রোগী দেখতে বসেন। গতকাল দু-একজন ডাক্তারকে আমরা বহির্বিভাগে দেখতে পাইনি।’
তিনি আরও বলেন, ‘টিকিটে অতিরিক্ত টাকা কেন নেওয়া হয়েছে, এ বিষয়ে তাঁদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে। হাসপাতালে অনিয়মের বিষয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা অবশ্যই নেব আমরা।’
দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, ‘গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। সে পরিপ্রেক্ষিতে আমরা সরেজমিনে হাসপাতালে আসি। হাসপাতালে টিকিট কাউন্টারে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি আমাদের নজরে আসে। সকাল ৯টার পর বহির্বিভাগে ডাক্তার থাকার কথা থাকলেও কয়েকজন ছাড়া অন্যদের পাওয়া যায়নি। এ অবস্থায় এখানে ডাক্তারদের মধ্যে সেবা দিতে অনীহার বিষয়টি প্রকাশ পেয়েছে।’ কর্তৃপক্ষ অনিয়মের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে