গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানা থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষের চাপে অতিরিক্ত সময় কাজ করতে গিয়ে তাদের সঠিক তদারকির অভাব ও অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে কারাখানার ওয়াশিং মেশিনের ড্রায়ারে আটকে এ শ্রমিকের মৃত্যু হয়। তবে, শ্রমিকের মৃত্যুর বিষয়টি রাত সাড়ে ৩টার দিকে কারখানা কর্তৃপক্ষ জানতে পারে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকের নাম নয়ন মিয়া (২২)। তিনি ময়মনসিংহ সদরের চর বড়বিলা গ্রামের আবুল কাশেমের ছেলে। গাজীপুর জেলার সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানায় সহকারী অপারেটর পদে চাকরি করতেন আব্দুল হালিম।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম বলেন, কারখানায় নয়নের ডিউটি ছিল শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। শিফট শেষে ছুটি হলে তার সাথের সকলে চলে গেলেও কারখানা কর্তৃপক্ষ অতিরিক্ত কাজের জন্য নয়নকে রেখে দেয়। সে অতিরিক্ত কাজ করতে না চাইলেও কর্তৃপক্ষের চাপে চাকরি হারানোর ভয়ে বাধ্য হয়ে থেকে যায়। কিন্তু তাকে রাখলেও পরবর্তী শিফটের কাউকে এ বিষয়ে কিছুই জানায়নি কর্তৃপক্ষ।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, পরের শিফটে রাত ৮টায় নয়ন মিয়া কাপড়চোপড় রাখার জন্য বস্তায় ভরে সেগুলো নিয়ে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকে পড়েন। এ সময় পরের শিফটের অপারেটর এসে মেশিনের ভেতরে কাপড় দেখে চেক না করেই মেশিন চালু করেন। এতে মেশিনের ভেতর পেঁচিয়ে ও গরম পানিতে পুরো শরীর ঝলসে নয়নের মৃত্যু হয়। রাত ৩টার দিকে অপারেটর কাপড় বের করতে চাইলে ভেতরে কিছু একটা দেখে চিৎকার দেন এবং কারখানার ইনচার্জকে জানান। পরে কর্মকর্তা-কর্মচারীরা মেশিনের গরম পানি থেকে নয়নের গলিত লাশ উদ্ধার করেন।
নিহতের স্ত্রী ইমা আক্তার বলেন, ‘আমার স্বামীর ডিউটি ছিল রাত ৮টা পর্যন্ত। কারখানা কর্তৃপক্ষ তাকে জোর করে আরও দুই ঘণ্টা ডিউটি করার জন্য থাকতে বাধ্য করে। তারা প্রায়ই তাকে দিয়ে অতিরিক্ত ডিউটি করাচ্ছিল। আমার স্বামীর কাজ ছিল পোশাকের বস্তা টানাটানি করা। অপারেটর না রেখে তাকে দিয়ে ওয়াশিং মেশিনের কাজ করানো হচ্ছিল। অপারেটরের কাজ করার ধারণা না থাকায় তিনি মেশিনের ভেতরে ঢুকে ছিলেন। পরের শিফটের লোক এসে মেশিন চালু করে দেয়। কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে। রাতে লাশ পাওয়া যায়। কর্তৃপক্ষ আমাদের না জানিয়ে লাশ পুলিশের কাছে দেয়। সকালে আমি বিষয়টি জানতে পারি।’
এ ব্যাপারে জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানার ব্যবস্থাপক সোহেল রানা বলেন, ‘নয়ন মিয়ার রাত ৮টা পর্যন্ত ডিউটি ছিল। কাজের চাপ থাকায় আরও দুই ঘণ্টার জন্য তাকে কাজে রাখা হয়েছিল। টিফিন বিরতির সময় অপারেটর চলে গেলেও সে বস্তা ভরে কাপড় নিয়ে মেশিনে দিচ্ছিল। টিফিন বিরতির পর অপারেটর এসে তাকে না পেয়ে মেশিন চালু করে দেয়। এতে অসাবধানতাবশত মেশিনে পেঁচিয়ে তার মৃত্যু হয়।’
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক আব্দুল লতিফ বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, নয়নের সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ডিউটি ছিল। রাত ১০টা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ তাকে দিয়ে জোর করে কাজ করার জন্য রেখে দেয়। কিন্তু তাকে রেখে দেওয়ার বিষয়ে পরবর্তী শিফট অপারেটরকে জানায়নি। না জানানোর কারণে অসাবধানতার ফলে এ রকম দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে এমন মৃত্যু হয়েছে।’
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, জায়ান্ট টেক্সটাইল কারখানায় শ্রমিক নিহতের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার আট কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে পুলিশ। তার স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানা থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষের চাপে অতিরিক্ত সময় কাজ করতে গিয়ে তাদের সঠিক তদারকির অভাব ও অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে কারাখানার ওয়াশিং মেশিনের ড্রায়ারে আটকে এ শ্রমিকের মৃত্যু হয়। তবে, শ্রমিকের মৃত্যুর বিষয়টি রাত সাড়ে ৩টার দিকে কারখানা কর্তৃপক্ষ জানতে পারে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকের নাম নয়ন মিয়া (২২)। তিনি ময়মনসিংহ সদরের চর বড়বিলা গ্রামের আবুল কাশেমের ছেলে। গাজীপুর জেলার সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানায় সহকারী অপারেটর পদে চাকরি করতেন আব্দুল হালিম।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম বলেন, কারখানায় নয়নের ডিউটি ছিল শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। শিফট শেষে ছুটি হলে তার সাথের সকলে চলে গেলেও কারখানা কর্তৃপক্ষ অতিরিক্ত কাজের জন্য নয়নকে রেখে দেয়। সে অতিরিক্ত কাজ করতে না চাইলেও কর্তৃপক্ষের চাপে চাকরি হারানোর ভয়ে বাধ্য হয়ে থেকে যায়। কিন্তু তাকে রাখলেও পরবর্তী শিফটের কাউকে এ বিষয়ে কিছুই জানায়নি কর্তৃপক্ষ।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, পরের শিফটে রাত ৮টায় নয়ন মিয়া কাপড়চোপড় রাখার জন্য বস্তায় ভরে সেগুলো নিয়ে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকে পড়েন। এ সময় পরের শিফটের অপারেটর এসে মেশিনের ভেতরে কাপড় দেখে চেক না করেই মেশিন চালু করেন। এতে মেশিনের ভেতর পেঁচিয়ে ও গরম পানিতে পুরো শরীর ঝলসে নয়নের মৃত্যু হয়। রাত ৩টার দিকে অপারেটর কাপড় বের করতে চাইলে ভেতরে কিছু একটা দেখে চিৎকার দেন এবং কারখানার ইনচার্জকে জানান। পরে কর্মকর্তা-কর্মচারীরা মেশিনের গরম পানি থেকে নয়নের গলিত লাশ উদ্ধার করেন।
নিহতের স্ত্রী ইমা আক্তার বলেন, ‘আমার স্বামীর ডিউটি ছিল রাত ৮টা পর্যন্ত। কারখানা কর্তৃপক্ষ তাকে জোর করে আরও দুই ঘণ্টা ডিউটি করার জন্য থাকতে বাধ্য করে। তারা প্রায়ই তাকে দিয়ে অতিরিক্ত ডিউটি করাচ্ছিল। আমার স্বামীর কাজ ছিল পোশাকের বস্তা টানাটানি করা। অপারেটর না রেখে তাকে দিয়ে ওয়াশিং মেশিনের কাজ করানো হচ্ছিল। অপারেটরের কাজ করার ধারণা না থাকায় তিনি মেশিনের ভেতরে ঢুকে ছিলেন। পরের শিফটের লোক এসে মেশিন চালু করে দেয়। কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে। রাতে লাশ পাওয়া যায়। কর্তৃপক্ষ আমাদের না জানিয়ে লাশ পুলিশের কাছে দেয়। সকালে আমি বিষয়টি জানতে পারি।’
এ ব্যাপারে জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানার ব্যবস্থাপক সোহেল রানা বলেন, ‘নয়ন মিয়ার রাত ৮টা পর্যন্ত ডিউটি ছিল। কাজের চাপ থাকায় আরও দুই ঘণ্টার জন্য তাকে কাজে রাখা হয়েছিল। টিফিন বিরতির সময় অপারেটর চলে গেলেও সে বস্তা ভরে কাপড় নিয়ে মেশিনে দিচ্ছিল। টিফিন বিরতির পর অপারেটর এসে তাকে না পেয়ে মেশিন চালু করে দেয়। এতে অসাবধানতাবশত মেশিনে পেঁচিয়ে তার মৃত্যু হয়।’
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক আব্দুল লতিফ বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, নয়নের সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ডিউটি ছিল। রাত ১০টা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ তাকে দিয়ে জোর করে কাজ করার জন্য রেখে দেয়। কিন্তু তাকে রেখে দেওয়ার বিষয়ে পরবর্তী শিফট অপারেটরকে জানায়নি। না জানানোর কারণে অসাবধানতার ফলে এ রকম দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে এমন মৃত্যু হয়েছে।’
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, জায়ান্ট টেক্সটাইল কারখানায় শ্রমিক নিহতের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার আট কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে পুলিশ। তার স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৩৫ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে