টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় এই অভিযান। এতে অংশ নিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার রাত ১০টা পর্যন্ত অভিযানে ৬০ ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, টঙ্গীর তুরাগ নদের পাশে হাজি মাজার বস্তি। বস্তিটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। বস্তি ঘিরে নানা অপরাধীদের বাস। দিনে ও সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে অপরাধীরা। অনেক ছিনতাইকারী মহাসড়কে ছিনতাই শেষে এই বস্তিতে আশ্রয় নেয়। পাশাপাশি বস্তিটিতে মাদকদ্রব্য বিক্রি, সংগ্রহ বা যত্রতত্র সেবনের অভিযোগ রয়েছে।
নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যার পর বস্তিটিতে অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশিসহ অপরাধী সন্দেহে ৬০ জনকে আটক ও ৩৯ হাজার ৪০০ টাকা, দুটি ছোরা, দুটি চাকু, স্লাই রেঞ্চ, একটি কাটিং প্লাস, চারটি হার্ড ডিস্ক, চারটি মোবাইল ফোন ও চার লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, ‘ছিনতাই, ডাকাতি, মাদকদ্রব্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা (যৌথ বাহিনী) বস্তিটিতে অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছি। আগামীকাল টঙ্গী পশ্চিম থানায় মামলা করার পর আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।’

গাজীপুরের টঙ্গীতে মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় এই অভিযান। এতে অংশ নিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার রাত ১০টা পর্যন্ত অভিযানে ৬০ ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, টঙ্গীর তুরাগ নদের পাশে হাজি মাজার বস্তি। বস্তিটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। বস্তি ঘিরে নানা অপরাধীদের বাস। দিনে ও সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে অপরাধীরা। অনেক ছিনতাইকারী মহাসড়কে ছিনতাই শেষে এই বস্তিতে আশ্রয় নেয়। পাশাপাশি বস্তিটিতে মাদকদ্রব্য বিক্রি, সংগ্রহ বা যত্রতত্র সেবনের অভিযোগ রয়েছে।
নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যার পর বস্তিটিতে অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশিসহ অপরাধী সন্দেহে ৬০ জনকে আটক ও ৩৯ হাজার ৪০০ টাকা, দুটি ছোরা, দুটি চাকু, স্লাই রেঞ্চ, একটি কাটিং প্লাস, চারটি হার্ড ডিস্ক, চারটি মোবাইল ফোন ও চার লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, ‘ছিনতাই, ডাকাতি, মাদকদ্রব্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা (যৌথ বাহিনী) বস্তিটিতে অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছি। আগামীকাল টঙ্গী পশ্চিম থানায় মামলা করার পর আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে