গাজীপুর প্রতিনিধি

চাঁদাবাজির মামলায় গাজীপুরের গাছায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে গাছা হাজীরপুকুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এবং গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ। তাঁদের মধ্যে ফারুক খান দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কার হন।
পুলিশ জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রেপ্তার ব্যক্তিরা মহানগরীর গাছা থানা এলাকায় বিএনপির প্রভাব খাঁটিয়ে চাঁদাবাজি, দখল–ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত হন। এলাকার কয়েকটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদাবাজি করেন তাঁরা।
তাঁদের বিরুদ্ধে এসব বিষয়ে সংশ্লিষ্ট থানা ও সেনাসদস্যদের কাছে নামে–বেনামে একাধিক অভিযোগ আসে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল রোববার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মহানগরীর গাছা থানাধীন হাজীরপুকুর এলাকার একটি বাসা থেকে ফারুক খান ও আব্দুল্লহকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ওসি আলী মোহাম্মদ রাশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গাছা এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও জানান, সোমবার সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর দেশ দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

চাঁদাবাজির মামলায় গাজীপুরের গাছায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে গাছা হাজীরপুকুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এবং গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ। তাঁদের মধ্যে ফারুক খান দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কার হন।
পুলিশ জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রেপ্তার ব্যক্তিরা মহানগরীর গাছা থানা এলাকায় বিএনপির প্রভাব খাঁটিয়ে চাঁদাবাজি, দখল–ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত হন। এলাকার কয়েকটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদাবাজি করেন তাঁরা।
তাঁদের বিরুদ্ধে এসব বিষয়ে সংশ্লিষ্ট থানা ও সেনাসদস্যদের কাছে নামে–বেনামে একাধিক অভিযোগ আসে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল রোববার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মহানগরীর গাছা থানাধীন হাজীরপুকুর এলাকার একটি বাসা থেকে ফারুক খান ও আব্দুল্লহকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ওসি আলী মোহাম্মদ রাশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গাছা এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও জানান, সোমবার সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর দেশ দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
৬ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
৪২ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে