গাজীপুর প্রতিনিধি

চাঁদাবাজির মামলায় গাজীপুরের গাছায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে গাছা হাজীরপুকুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এবং গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ। তাঁদের মধ্যে ফারুক খান দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কার হন।
পুলিশ জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রেপ্তার ব্যক্তিরা মহানগরীর গাছা থানা এলাকায় বিএনপির প্রভাব খাঁটিয়ে চাঁদাবাজি, দখল–ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত হন। এলাকার কয়েকটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদাবাজি করেন তাঁরা।
তাঁদের বিরুদ্ধে এসব বিষয়ে সংশ্লিষ্ট থানা ও সেনাসদস্যদের কাছে নামে–বেনামে একাধিক অভিযোগ আসে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল রোববার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মহানগরীর গাছা থানাধীন হাজীরপুকুর এলাকার একটি বাসা থেকে ফারুক খান ও আব্দুল্লহকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ওসি আলী মোহাম্মদ রাশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গাছা এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও জানান, সোমবার সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর দেশ দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

চাঁদাবাজির মামলায় গাজীপুরের গাছায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে গাছা হাজীরপুকুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এবং গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ। তাঁদের মধ্যে ফারুক খান দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কার হন।
পুলিশ জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রেপ্তার ব্যক্তিরা মহানগরীর গাছা থানা এলাকায় বিএনপির প্রভাব খাঁটিয়ে চাঁদাবাজি, দখল–ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত হন। এলাকার কয়েকটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদাবাজি করেন তাঁরা।
তাঁদের বিরুদ্ধে এসব বিষয়ে সংশ্লিষ্ট থানা ও সেনাসদস্যদের কাছে নামে–বেনামে একাধিক অভিযোগ আসে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল রোববার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মহানগরীর গাছা থানাধীন হাজীরপুকুর এলাকার একটি বাসা থেকে ফারুক খান ও আব্দুল্লহকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ওসি আলী মোহাম্মদ রাশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গাছা এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও জানান, সোমবার সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর দেশ দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৭ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪৪ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১ ঘণ্টা আগে