Ajker Patrika

টঙ্গীতে ‘যমুনা অ্যাপারেলস’র শ্রমিকদের কর্মবিরতি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার ‘যমুনা অ্যাপারেলস লিমিটেড’ কারখানায় শ্রমিক অসন্তোষ নিরসনে ছুটে যান সেনাসদস্যরা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার ‘যমুনা অ্যাপারেলস লিমিটেড’ কারখানায় শ্রমিক অসন্তোষ নিরসনে ছুটে যান সেনাসদস্যরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার ‘যমুনা অ্যাপারেলস লিমিটেড’ নামের কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা দিনভর কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন।

কারখানা সূত্রে জানা যায়, উচ্ছৃঙ্খলতার অভিযোগে গত মঙ্গলবার কারখানাটির ১১৬ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। শ্রম আইন অনুযায়ী তাঁদের সব পাওনা পরিশোধ করা হয়। শ্রমিক অসন্তোষ এড়াতে গত বুধ ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। শনিবার সকালে কারখানার অন্য শ্রমিকেরা কাজে যোগ দেন। পরে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কারখানার ভেতর কর্মবিরতি শুরু করেন তাঁরা। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।

কারখানামালিক রাকিব সাজ্জাদ মোবাইল ফোনে বলেন, শ্রমিকদের দাবি অযৌক্তিক। শ্রম আইনের ধারা অনুযায়ী শ্রমিকদের চাকরিচ্যুত ও পাওনা পরিশোধ করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শ্রমিকেরা দিনভর কর্মবিরতি পালন করেছেন। পরে সেনাসদস্যরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোনো সমাধান ছাড়াই বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত