
গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন আদায়, ঈদুল আজহার তিন দিনের হাজিরা বোনাস আদায়সহ নানা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ অবস্থায় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর চালানো হয়।
আজ শনিবার বেলা ২টার দিকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শ্রীপুরে পৌরসভার গিলারচালা এলাকার প্যারামাউন্ট কারখানার কয়েক হাজার শ্রমিক। এ সময় এক মাসের বকেয়া বেতন আদায়, ঈদুল আজহার তিন দিনের হাজিরা বোনাস ও বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বৃদ্ধির দাবি জানানো হয়।
কারখানার শ্রমিক শারমিন আক্তার বলেন, ‘আমাদের অনেকের মাসিক বকেয়া পাওনা রয়েছে। এ ছাড়া ঈদুল আজহার বোনাস বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বৃদ্ধিসহ নানা যৌক্তিক দাবি করে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের এই দাবিগুলোর প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না। তাই আমরা সবাই পরামর্শ করে কারখানার কমপক্ষে চার হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এসেছি দাবি আদায়ের জন্য।’
অপর শ্রমিক লাইলী বেগম বলেন, ‘ঈদুল আজহা গেল কত দিন? এখনো আমাদের তিন দিনের বোনাস পেলাম না। আমাদের সংসার হলো নুন আনতে পান্তা ফুরানোর দশা। একদিন ভালো খেতে পারলে দশদিন মরিচ দিয়ে খেতে হয়। যে বেতন সেই টাকা তো দোকান বাকি আর বাসাভাড়া দিয়ে শেষ। সন্তানের জন্য একটু মাছ মাংস কিনব তার কোনো সুযোগ থাকে না।’
কারখানায় শ্রমিক নাজমুল মিয়া বলেন, ‘আমাদের দাবিদাওয়া নিয়ে গেলে অফিসারা আমাদের দূর দূর করে তাড়িয়ে দেন। আমরা কই যাব। এ জন্য রাস্তায় এসেছি। রাস্তা থেকে সমাধান নিয়ে কর্মস্থলে ফিরব। আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে। এ ছাড়া আমাদের কোনো পথ খোলা নেই।’
প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মাইনুদ্দিন বলেন, শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এর পূর্বের শ্রমিকেরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। বিষয়টি সমাধানের চেষ্টা চলমান রয়েছে।

গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন আদায়, ঈদুল আজহার তিন দিনের হাজিরা বোনাস আদায়সহ নানা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ অবস্থায় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর চালানো হয়।
আজ শনিবার বেলা ২টার দিকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শ্রীপুরে পৌরসভার গিলারচালা এলাকার প্যারামাউন্ট কারখানার কয়েক হাজার শ্রমিক। এ সময় এক মাসের বকেয়া বেতন আদায়, ঈদুল আজহার তিন দিনের হাজিরা বোনাস ও বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বৃদ্ধির দাবি জানানো হয়।
কারখানার শ্রমিক শারমিন আক্তার বলেন, ‘আমাদের অনেকের মাসিক বকেয়া পাওনা রয়েছে। এ ছাড়া ঈদুল আজহার বোনাস বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বৃদ্ধিসহ নানা যৌক্তিক দাবি করে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের এই দাবিগুলোর প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না। তাই আমরা সবাই পরামর্শ করে কারখানার কমপক্ষে চার হাজার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এসেছি দাবি আদায়ের জন্য।’
অপর শ্রমিক লাইলী বেগম বলেন, ‘ঈদুল আজহা গেল কত দিন? এখনো আমাদের তিন দিনের বোনাস পেলাম না। আমাদের সংসার হলো নুন আনতে পান্তা ফুরানোর দশা। একদিন ভালো খেতে পারলে দশদিন মরিচ দিয়ে খেতে হয়। যে বেতন সেই টাকা তো দোকান বাকি আর বাসাভাড়া দিয়ে শেষ। সন্তানের জন্য একটু মাছ মাংস কিনব তার কোনো সুযোগ থাকে না।’
কারখানায় শ্রমিক নাজমুল মিয়া বলেন, ‘আমাদের দাবিদাওয়া নিয়ে গেলে অফিসারা আমাদের দূর দূর করে তাড়িয়ে দেন। আমরা কই যাব। এ জন্য রাস্তায় এসেছি। রাস্তা থেকে সমাধান নিয়ে কর্মস্থলে ফিরব। আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে। এ ছাড়া আমাদের কোনো পথ খোলা নেই।’
প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মাইনুদ্দিন বলেন, শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এর পূর্বের শ্রমিকেরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। বিষয়টি সমাধানের চেষ্টা চলমান রয়েছে।

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৬ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৯ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৫ মিনিট আগে