টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গত বুধবার বিকেল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, নির্ধারিত অধিকাংশ খিত্তায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। এই পর্বে ৬৪টি জেলার মানুষের অবস্থান নেওয়ার জন্য ৮৫টি খিত্তা রয়েছে।
মেহেরপুর জেলা থেকে মোহাম্মদ আল ইমরান দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে ৩৯ জন সঙ্গীসহ চিল্লায় এসেছেন। তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে ময়দানে এসে পৌঁছেছি। আমরা তিন চিল্লার সাথিদের নিয়ে ময়দানে নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে মুরব্বিদের ইমানি কথা শুনছি।’
দেশের পাশাপাশি বিদেশি মুসল্লিরাও ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ৯০টি দেশের প্রায় ৫ হাজার মুসল্লি ময়দানে অবস্থান করছেন।
এই পর্বে অংশ নিতে মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ, মাওলানা সাঈদ, মাওলানা ইলিয়াস ও জামাতা মাওলানা হাসান ময়দানে উপস্থিত হয়েছেন। সাদপন্থীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার থেকেই ইজতেমা ময়দানের ভেতরে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মুসল্লিরা খিত্তায় অবস্থান নিয়ে ইমান ও আমলের কথা শুনছেন।
ময়দানে মুসল্লিদের উদ্দেশে আজ জোহরের নামাজের পর ভারতের মাওলানা ফারুক বয়ান করেন। তাঁর বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফ আলী। আসরের নামাজের পর পাকিস্তানের মাওলানা হারুন কুরাইশী উর্দুতে বয়ান করবেন। বাংলায় তরজমা করবেন বাংলাদেশের মাওলানা মনির এবং মাগরিবের নামাজের পর তাঁর বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ।
আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করবেন জিয়া বিন কাশিম।
এর আগে আজ দুপুর ১২টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য চারপাশে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। গত পর্বের অভিজ্ঞতা রয়েছে পুলিশের। প্রথম পর্বের ভুলত্রুটি শুধরে নিয়ে আরও সতর্ক অবস্থানে থাকবে। পোশাক পরা পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও রয়েছে।
তিনি জানান, ওয়াচ টাওয়ার, নৌপথে নজরদারির পাশাপাশি আকাশপথে র্যাবের হেলিকপ্টার টহল থাকবে।
এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, রোহিঙ্গাদের ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ নেই। রোহিঙ্গা মুসল্লি ময়দানে এসেছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।

গাজীপুরের টঙ্গীতে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গত বুধবার বিকেল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, নির্ধারিত অধিকাংশ খিত্তায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। এই পর্বে ৬৪টি জেলার মানুষের অবস্থান নেওয়ার জন্য ৮৫টি খিত্তা রয়েছে।
মেহেরপুর জেলা থেকে মোহাম্মদ আল ইমরান দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে ৩৯ জন সঙ্গীসহ চিল্লায় এসেছেন। তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে ময়দানে এসে পৌঁছেছি। আমরা তিন চিল্লার সাথিদের নিয়ে ময়দানে নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে মুরব্বিদের ইমানি কথা শুনছি।’
দেশের পাশাপাশি বিদেশি মুসল্লিরাও ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ৯০টি দেশের প্রায় ৫ হাজার মুসল্লি ময়দানে অবস্থান করছেন।
এই পর্বে অংশ নিতে মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ, মাওলানা সাঈদ, মাওলানা ইলিয়াস ও জামাতা মাওলানা হাসান ময়দানে উপস্থিত হয়েছেন। সাদপন্থীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার থেকেই ইজতেমা ময়দানের ভেতরে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মুসল্লিরা খিত্তায় অবস্থান নিয়ে ইমান ও আমলের কথা শুনছেন।
ময়দানে মুসল্লিদের উদ্দেশে আজ জোহরের নামাজের পর ভারতের মাওলানা ফারুক বয়ান করেন। তাঁর বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফ আলী। আসরের নামাজের পর পাকিস্তানের মাওলানা হারুন কুরাইশী উর্দুতে বয়ান করবেন। বাংলায় তরজমা করবেন বাংলাদেশের মাওলানা মনির এবং মাগরিবের নামাজের পর তাঁর বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ।
আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করবেন জিয়া বিন কাশিম।
এর আগে আজ দুপুর ১২টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য চারপাশে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। গত পর্বের অভিজ্ঞতা রয়েছে পুলিশের। প্রথম পর্বের ভুলত্রুটি শুধরে নিয়ে আরও সতর্ক অবস্থানে থাকবে। পোশাক পরা পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও রয়েছে।
তিনি জানান, ওয়াচ টাওয়ার, নৌপথে নজরদারির পাশাপাশি আকাশপথে র্যাবের হেলিকপ্টার টহল থাকবে।
এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, রোহিঙ্গাদের ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ নেই। রোহিঙ্গা মুসল্লি ময়দানে এসেছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৫ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
৩৩ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে