গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে এলাকাবাসী ডাকাত সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহতকে চিকিৎসার জন্য এবং নিহতের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
গতকাল শনিবার রাতে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আতাব উদ্দিন মোল্লা (৬৫)। তিনি কুড়িগ্রাম রাজারহাট থানার কালুয়ারচর এলাকার ভাসান মোল্লার ছেলে। আহত ব্যক্তি হলেন নুর হাসান (৪০)। তিনি একই জেলার সদর থানার কালির আলগাচর এলাকার মৃত সোহরাব প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, জিএমপি সদর থানাধীন মজলিশপুর কাজীপাড়া ব্রিজ সেলুঘাটের পশ্চিম এলাকায় তুরাগ নদে শনিবার দিবাগত রাত ৮টার দিকে মাছ ধরার সময় একটি ছোট নৌকা আটক করে স্থানীয়রা। তাদের সঙ্গে কথা বলে এলাকাবাসী তাদের ডাকাত বলে সন্দেহ করে। পরে ডাকচিৎকারে আরও লোকজন এসে জড়ো হয়। এ সময় স্থানীয় শতাধিক উৎসুক জনতা ডাকাত সন্দেহে লাঠিসোঁটা ও ইটের খোয়া নিয়ে তাদের মারধর করে। এতে ঘটনাস্থলেই আতাব উদ্দিন মোল্লার মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে নিহতের লাশ ও আহতকে উদ্ধার করা হয়েছে। আহতের চিকিৎসা এবং লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি ছোট নৌকায় অজ্ঞাত কিছু লোককে স্থানীয়রা আটক করে ডাকাত সন্দেহে পিটুনি দেয়। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে অনুসন্ধান ও তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

গাজীপুর মহানগরীতে এলাকাবাসী ডাকাত সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহতকে চিকিৎসার জন্য এবং নিহতের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
গতকাল শনিবার রাতে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আতাব উদ্দিন মোল্লা (৬৫)। তিনি কুড়িগ্রাম রাজারহাট থানার কালুয়ারচর এলাকার ভাসান মোল্লার ছেলে। আহত ব্যক্তি হলেন নুর হাসান (৪০)। তিনি একই জেলার সদর থানার কালির আলগাচর এলাকার মৃত সোহরাব প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, জিএমপি সদর থানাধীন মজলিশপুর কাজীপাড়া ব্রিজ সেলুঘাটের পশ্চিম এলাকায় তুরাগ নদে শনিবার দিবাগত রাত ৮টার দিকে মাছ ধরার সময় একটি ছোট নৌকা আটক করে স্থানীয়রা। তাদের সঙ্গে কথা বলে এলাকাবাসী তাদের ডাকাত বলে সন্দেহ করে। পরে ডাকচিৎকারে আরও লোকজন এসে জড়ো হয়। এ সময় স্থানীয় শতাধিক উৎসুক জনতা ডাকাত সন্দেহে লাঠিসোঁটা ও ইটের খোয়া নিয়ে তাদের মারধর করে। এতে ঘটনাস্থলেই আতাব উদ্দিন মোল্লার মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে নিহতের লাশ ও আহতকে উদ্ধার করা হয়েছে। আহতের চিকিৎসা এবং লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি ছোট নৌকায় অজ্ঞাত কিছু লোককে স্থানীয়রা আটক করে ডাকাত সন্দেহে পিটুনি দেয়। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে অনুসন্ধান ও তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে