কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে কাপাসিয়া থানায় নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় চারজনের নাম ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সবুজ মিয়া ফকির (৪৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে। তাঁর ছেলে সিয়াম ফকির (২০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া জানান, পৈতৃক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজনের মৃত্যুর ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী হালিমা বেগম চারজনের নাম ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, উপজেলা চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের মো. ফারুক ফকিরের (৫০) সঙ্গে ছোট ভাই সবুজ মিয়া ফকিরের (৪৫) জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। গতকাল রোববার দুপুরে সেই জমির গাছ থেকে সবুজ মিয়া কাঁঠাল পাড়তে যান। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষ হয়।
একপর্যায়ে ভাতিজা মো. আবু বক্কর ছিদ্দিক (২২) চাচা সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় চাচা সবুজকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে তিনি মারা যায়। ঘটনার সময় নিহতের ছেলে সিয়াম ফকির গুরুতর আহত হন।

গাজীপুরের কাপাসিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে কাপাসিয়া থানায় নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় চারজনের নাম ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সবুজ মিয়া ফকির (৪৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে। তাঁর ছেলে সিয়াম ফকির (২০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া জানান, পৈতৃক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজনের মৃত্যুর ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী হালিমা বেগম চারজনের নাম ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, উপজেলা চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের মো. ফারুক ফকিরের (৫০) সঙ্গে ছোট ভাই সবুজ মিয়া ফকিরের (৪৫) জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। গতকাল রোববার দুপুরে সেই জমির গাছ থেকে সবুজ মিয়া কাঁঠাল পাড়তে যান। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষ হয়।
একপর্যায়ে ভাতিজা মো. আবু বক্কর ছিদ্দিক (২২) চাচা সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় চাচা সবুজকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে তিনি মারা যায়। ঘটনার সময় নিহতের ছেলে সিয়াম ফকির গুরুতর আহত হন।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৭ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২০ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
২৮ মিনিট আগে