Ajker Patrika

গাজীপুরে ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় বিরোধপূর্ণ জমিতে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম সবুজ মিয়া ফকির (৪৫)। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্ৰামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে। এ সময় নিহতের ছেলে সিয়াম ফকির (২০) গুরুতর আহত হন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্ৰামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে মো. ফারুক ফকিরের সঙ্গে (৫০) ছোট ভাই সবুজ মিয়া ফকিরের (৪৫) জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। গতকাল রোববার দুপুরে বিরোধপূর্ণ জমিতে থাকা কাঁঠাল গাছ থেকে সবুজ মিয়া কাঁঠাল পাড়তে যান। তাই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ভাতিজা মো. আবু বক্কর ছিদ্দিক (২২) চাচা সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা সবুজকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর আহত তাঁর ছেলে সিয়াম ফকির একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ খান বলেন, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এই জমি সংক্রান্ত বিরোধ স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে। ওই বিরোধপূর্ণ জমিতে সবুজ মিয়া কাঁঠাল পাড়তে গেলে ভাতিজা বাধা দেয়। একপর্যায়ে ভাতিজা চাচা সবুজ মিয়াকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে। 

কাপাসিয়া থানার ওসি মোঃ. আবু বক্কর মিয়া বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ