গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর ঝাঝর এলাকায় পেট্রোল ঢেলে দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর ঝাঝর এলাকায় বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে ১৪-১৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ঢাকা বাইপাস আঞ্চলিক মহাসড়কে চলন্ত দুটি কাভার্ড ভ্যানের গতি রোধ করে। পরে তারা কাভার্ড ভ্যান দুটিতে পেট্রোল নিক্ষেপ করে আগুন দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান দুটি লাবিব গ্রুপ ও ডিবিএল নামের তৈরি পোশাক কারখানায় পোশাক আনা-নেওয়া করত।
এ ব্যাপারে কাশিমপুর ডিবিএল গ্রুপের কাভার্ড ভ্যানের চালক খাদেমুল ইসলাম বলেন, ‘কাশিমপুর থেকে গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। সাড়ে ৬টার দিকে সাত-আটটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানের গতি রোধ করে। আমি গাড়ি থামালে তারা ইটপাটকেল ছুড়ে গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। আমি গাড়ি থেকে নেমে জীবন রক্ষা করি। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ভাঙা কাচের আঘাতে আমার হাত কেটে গেছে।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার মাকসুদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর মহানগরীর ঝাঝর এলাকায় পেট্রোল ঢেলে দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর ঝাঝর এলাকায় বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে ১৪-১৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ঢাকা বাইপাস আঞ্চলিক মহাসড়কে চলন্ত দুটি কাভার্ড ভ্যানের গতি রোধ করে। পরে তারা কাভার্ড ভ্যান দুটিতে পেট্রোল নিক্ষেপ করে আগুন দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান দুটি লাবিব গ্রুপ ও ডিবিএল নামের তৈরি পোশাক কারখানায় পোশাক আনা-নেওয়া করত।
এ ব্যাপারে কাশিমপুর ডিবিএল গ্রুপের কাভার্ড ভ্যানের চালক খাদেমুল ইসলাম বলেন, ‘কাশিমপুর থেকে গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। সাড়ে ৬টার দিকে সাত-আটটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানের গতি রোধ করে। আমি গাড়ি থামালে তারা ইটপাটকেল ছুড়ে গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। আমি গাড়ি থেকে নেমে জীবন রক্ষা করি। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ভাঙা কাচের আঘাতে আমার হাত কেটে গেছে।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার মাকসুদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৭ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২০ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে