
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে টঙ্গীর ফাইসন্স রোড এলাকার ড্রেসম্যান ফ্যাশনস ওয়্যার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে কাজে যোগ দেন কারখানাটির কয়েক শ শ্রমিক। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ একে একে শ্রমিকেরা অসুস্থ বোধ করতে থাকেন। এ সময় তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
অসুস্থ ৫৪ জনের মধ্যে ২১ জন নারী শ্রমিককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য ৩৩ জন শ্রমিক প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
ড্রেসম্যান ফ্যাশনস ওয়্যার লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সৈয়দ রেজাউল হক বলেন, সকালে কাজে যোগ দেওয়ার পরপরই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর দুপুর ১২টার দিকে কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, ‘২১ জন নারী শ্রমিককে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে এসেছেন।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) আজাদ রহমান বলেন, খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অসুস্থতার কারণ জানার চেষ্টা চলছে।

গাজীপুরে দুই শিশুকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দিয়েছেন এক নারী। এতে তিনজনেই মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) আনুমানিক বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পুবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের পুবাইল রেলস্টেশনসংলগ্ন নয়নপাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
মনোনয়নপত্র বাতিল করে দেওয়া নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল আবেদনের শুনানি পিছিয়েছে। ২৮ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি (সাধারণ সম্পাদক) হাফেজ জুনায়েদ হোসেনের নেতৃত্বে ৫৩ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। যোগদানকৃতদের মধ্যে দলটির উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ইসমাঈল, মাঘান-সিয়াধার ইউনিয়ন সভাপতি হাফেজ ওসমান গনি, সেক্রেটারি...
১ ঘণ্টা আগে
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘১২ তারিখ ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকবেন। কোনো অপশক্তি যেন আপনাদের ভোটের রায় ছিনিয়ে নিতে না পারে।’ তিনি দাবি করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের ভোট দখলের ষড়যন্ত্র চলছে।
২ ঘণ্টা আগে