গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা করে হত্যার অভিযোগে দায়ের করা তিনটি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গাজীপুর আদালতে আনা হয়েছে। আজ রোববার (২২ জুন) সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ তাঁদের হাজির করা হয়।
আদালতে আজ তাঁদের পূর্বের তিনটি হত্যা মামলায় নিয়মিত হাজিরার তারিখ ছিল। আদালতের বিজ্ঞ বিচারক ওমর হায়দারের আদালতে নিয়মিত মামলায় হাজিরা শেষে একই আদালতে সাবেক আইজিপি আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন জিএমপির গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ছয়জন নিহত হন। এসব হত্যাকাণ্ডের ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের গাছা থানায় আলাদা আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। ইতিপূর্বে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ওই তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আজ ছিল ওই তিন মামলায় নিয়মিত হাজিরার তারিখ। এ কারণে রোববার সকালে তাঁদের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মাধ্যমে আদালতে হাজির করা হয়। আদালতে তাঁদের হাজির করা হলে উল্লেখিত তিন মামলায় নিয়মিত হাজিরা শেষে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে কাঠগড়া থেকে নামিয়ে আনা হয়। পরে জিএমপির গাছা থানায় দায়ের করা অপর একটি হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে পুলিশ। এ আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন আরেকটি মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখান আদালত। পরে তাঁদের সবাইকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী জানান, রোববার সকালে তাঁদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুর আদালতে নিয়ে আসা হয়। পরে তাঁদের সকাল ১০টায় আদালতে বিচারকের সামনে হাজির করা হয়। প্রথমে সবার আগের তিন মামলায় নিয়মিত হাজিরা সম্পন্ন করা হয়। পরে গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা আরেকটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জিএমপির গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আরও জানান, পূর্বের মামলায় চারজন আদালতে হাজিরা দিয়েছেন। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন আরেকটি মামলায় আদালত গ্রেপ্তার দেখিয়েছেন। পরে আসামিদের পুনরায় পুলিশ প্রহরায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা করে হত্যার অভিযোগে দায়ের করা তিনটি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গাজীপুর আদালতে আনা হয়েছে। আজ রোববার (২২ জুন) সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ তাঁদের হাজির করা হয়।
আদালতে আজ তাঁদের পূর্বের তিনটি হত্যা মামলায় নিয়মিত হাজিরার তারিখ ছিল। আদালতের বিজ্ঞ বিচারক ওমর হায়দারের আদালতে নিয়মিত মামলায় হাজিরা শেষে একই আদালতে সাবেক আইজিপি আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন জিএমপির গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ছয়জন নিহত হন। এসব হত্যাকাণ্ডের ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের গাছা থানায় আলাদা আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। ইতিপূর্বে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ওই তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আজ ছিল ওই তিন মামলায় নিয়মিত হাজিরার তারিখ। এ কারণে রোববার সকালে তাঁদের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মাধ্যমে আদালতে হাজির করা হয়। আদালতে তাঁদের হাজির করা হলে উল্লেখিত তিন মামলায় নিয়মিত হাজিরা শেষে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে কাঠগড়া থেকে নামিয়ে আনা হয়। পরে জিএমপির গাছা থানায় দায়ের করা অপর একটি হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে পুলিশ। এ আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন আরেকটি মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখান আদালত। পরে তাঁদের সবাইকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী জানান, রোববার সকালে তাঁদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুর আদালতে নিয়ে আসা হয়। পরে তাঁদের সকাল ১০টায় আদালতে বিচারকের সামনে হাজির করা হয়। প্রথমে সবার আগের তিন মামলায় নিয়মিত হাজিরা সম্পন্ন করা হয়। পরে গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা আরেকটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জিএমপির গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আরও জানান, পূর্বের মামলায় চারজন আদালতে হাজিরা দিয়েছেন। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন আরেকটি মামলায় আদালত গ্রেপ্তার দেখিয়েছেন। পরে আসামিদের পুনরায় পুলিশ প্রহরায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৪ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩০ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৪ মিনিট আগে