গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে সমাবেশ করার অভিযোগ উঠেছে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও গাজীপুর সিটি করপোরেশনের (জিএমপি) সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল রোববার টঙ্গী সরকারি কলেজের এক শিক্ষার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
টঙ্গী সরকারি কলেজের বিএসসি (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মিরাজুর রহমান রায়হান এই অভিযোগ দেন। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার ৫৪ নম্বর ওয়ার্ডের ভোটার।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করার জন্য নির্বাচন অনুসন্ধান কমিটিতে পাঠিয়েছি। তারা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে।’
একই ঘটনায় মহানগরীর টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ। জিএমপির টঙ্গী পশ্চিম থানায় কলেজের পক্ষে জিডি করেছেন কলেজের হিসাবরক্ষক মো. রুকন উদ্দিন।
রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে বলা হয়েছে, টঙ্গী সরকারি কলেজে শীতকালীন ও বিজয় দিবসের ছুটি চলছে। এ উপলক্ষে কলেজের সব ফটক বন্ধ। এর মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন এবং তাঁর সমর্থক ও প্রধান সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম (গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র) কর্মী-সমর্থকদের নিয়ে তালা ভেঙে কলেজের মাঠে জনসভা করেন। নির্বাচনী আইনে তা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও কলেজের প্রশাসনিক ভবনের নিচতলার জানালার গ্লাস ভেঙে ফেলাসহ কলেজের ছাত্র কমনরুম ভাঙচুর করা হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়, তাতে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হয়েছে। তাঁদের এই অন্যায় কর্মকাণ্ড ফেসবুকে ভাইরাল হয়েছে। যা দেখে তিনি কলেজে গিয়ে উপস্থিত লোকজনের কাছ থেকে শুনতে পান। লিখিত অভিযোগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার দায়ে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
এ বিষয়ে টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী মিরাজুর রহমান রায়হান বলেন, ‘আমি কলেজের একজন শিক্ষার্থী এবং স্থানীয় ভোটার। ঘটনাটি জানার পর দায়িত্ববোধের জায়গা থেকে আমি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাকে জানিয়েছে, এখানে সমাবেশ করার কোনো অনুমতি দেওয়া হয়নি। কলেজ বন্ধ থাকায় নিরাপত্তার কারণে সব গেট তালাবদ্ধ থাকে। স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র বিনা অনুমতিতে তালা ভেঙে কলেজে ঢুকে সমাবেশ করেছেন, ভাঙচুর করেছেন। রিটার্নিং কর্মকর্তা মহোদয় আমার অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
এদিকে টঙ্গী পশ্চিম থানায় কলেজের পক্ষে কলেজের হিসাবরক্ষক মো. রুকন উদ্দিনের করা জিডির বিষয়ে জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘কলেজের হিসাবরক্ষক মো. রুকন উদ্দিন একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা আদালতের অনুমতি নিয়ে বিষয়টি তদন্ত করে আদালতকে জানাব।’ জিডির বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, জিডিতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করা ও ক্ষয়ক্ষতির কথা উল্লেখ আছে। তবে সেখানে কোনো বিবাদীর নাম নেই।
গতকাল রোববার সকালে টঙ্গীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ঘটনার দিন গাজীপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশে ছাত্রলীগের কর্মীরা কলেজটির ফটকে তালা দিয়ে তাঁদের নির্বাচনী কাজে বাধা দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি কলেজে সরকারিভাবে ছুটি চলছে। নিরাপত্তার কারণে কলেজ কর্তৃপক্ষ গেটে তালা দিয়ে রেখেছিল। একজন প্রার্থী বিনা অনুমতিতে তালা ভেঙে ভেতরে ঢুকে নিয়ম ভঙ্গ করেছেন। তাঁরা উল্টো আমার সুনাম নষ্ট করার জন্য আমাকে জড়িয়ে মিথ্যাচার করছেন। তাঁরা প্রতিদিন আমার বাড়ির আশপাশেও প্রচার করছেন, মাইকিং করছেন। তাঁদের কেউ কোনো বাধা দিচ্ছে না। আমি আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার করছি।’

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে সমাবেশ করার অভিযোগ উঠেছে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও গাজীপুর সিটি করপোরেশনের (জিএমপি) সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল রোববার টঙ্গী সরকারি কলেজের এক শিক্ষার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
টঙ্গী সরকারি কলেজের বিএসসি (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মিরাজুর রহমান রায়হান এই অভিযোগ দেন। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার ৫৪ নম্বর ওয়ার্ডের ভোটার।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করার জন্য নির্বাচন অনুসন্ধান কমিটিতে পাঠিয়েছি। তারা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে।’
একই ঘটনায় মহানগরীর টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ। জিএমপির টঙ্গী পশ্চিম থানায় কলেজের পক্ষে জিডি করেছেন কলেজের হিসাবরক্ষক মো. রুকন উদ্দিন।
রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে বলা হয়েছে, টঙ্গী সরকারি কলেজে শীতকালীন ও বিজয় দিবসের ছুটি চলছে। এ উপলক্ষে কলেজের সব ফটক বন্ধ। এর মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন এবং তাঁর সমর্থক ও প্রধান সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম (গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র) কর্মী-সমর্থকদের নিয়ে তালা ভেঙে কলেজের মাঠে জনসভা করেন। নির্বাচনী আইনে তা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও কলেজের প্রশাসনিক ভবনের নিচতলার জানালার গ্লাস ভেঙে ফেলাসহ কলেজের ছাত্র কমনরুম ভাঙচুর করা হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়, তাতে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হয়েছে। তাঁদের এই অন্যায় কর্মকাণ্ড ফেসবুকে ভাইরাল হয়েছে। যা দেখে তিনি কলেজে গিয়ে উপস্থিত লোকজনের কাছ থেকে শুনতে পান। লিখিত অভিযোগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার দায়ে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
এ বিষয়ে টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী মিরাজুর রহমান রায়হান বলেন, ‘আমি কলেজের একজন শিক্ষার্থী এবং স্থানীয় ভোটার। ঘটনাটি জানার পর দায়িত্ববোধের জায়গা থেকে আমি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাকে জানিয়েছে, এখানে সমাবেশ করার কোনো অনুমতি দেওয়া হয়নি। কলেজ বন্ধ থাকায় নিরাপত্তার কারণে সব গেট তালাবদ্ধ থাকে। স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র বিনা অনুমতিতে তালা ভেঙে কলেজে ঢুকে সমাবেশ করেছেন, ভাঙচুর করেছেন। রিটার্নিং কর্মকর্তা মহোদয় আমার অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
এদিকে টঙ্গী পশ্চিম থানায় কলেজের পক্ষে কলেজের হিসাবরক্ষক মো. রুকন উদ্দিনের করা জিডির বিষয়ে জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘কলেজের হিসাবরক্ষক মো. রুকন উদ্দিন একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা আদালতের অনুমতি নিয়ে বিষয়টি তদন্ত করে আদালতকে জানাব।’ জিডির বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, জিডিতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করা ও ক্ষয়ক্ষতির কথা উল্লেখ আছে। তবে সেখানে কোনো বিবাদীর নাম নেই।
গতকাল রোববার সকালে টঙ্গীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ঘটনার দিন গাজীপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশে ছাত্রলীগের কর্মীরা কলেজটির ফটকে তালা দিয়ে তাঁদের নির্বাচনী কাজে বাধা দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি কলেজে সরকারিভাবে ছুটি চলছে। নিরাপত্তার কারণে কলেজ কর্তৃপক্ষ গেটে তালা দিয়ে রেখেছিল। একজন প্রার্থী বিনা অনুমতিতে তালা ভেঙে ভেতরে ঢুকে নিয়ম ভঙ্গ করেছেন। তাঁরা উল্টো আমার সুনাম নষ্ট করার জন্য আমাকে জড়িয়ে মিথ্যাচার করছেন। তাঁরা প্রতিদিন আমার বাড়ির আশপাশেও প্রচার করছেন, মাইকিং করছেন। তাঁদের কেউ কোনো বাধা দিচ্ছে না। আমি আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার করছি।’

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৫ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৪৪ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে