কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। সে উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের দেলোয়ার হোসেন জুয়েলের একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের ডোবায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ ধরে মোহাম্মদকে পরিবারের কেউ দেখতে না পেয়ে তার বাবা ছেলের খোঁজাখুঁজি শুরু করেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর জুয়েল পাশের ডোবায় তাঁর ছেলের বড়শি দেখতে পায়। বড়শি পড়ে থাকতে দেখে ছেলেকে না দেখে জুয়েল চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। ছেলেকে খুঁজতে জুয়েল নিজেই ডোবায় নামেন। অনেকে মিলে অনেকক্ষণ ডোবায় খোঁজাখুঁজির একপর্যায়ে একটি গাছের ডালের নিচ থেকে শিশু মোহাম্মদের মরদেহ ভেসে ওঠে।
পরে তাকে উদ্ধার করে কাপাসিয়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জুয়েল জানান, ‘আমার ছেলে ডোবায় পড়ে গেলে অন্যান্য বাচ্চারা দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ওদের কেউ যদি সঙ্গে সঙ্গে এসে জানাতো মোহাম্মদ পানিতে পড়ে গেছে তাহলে হয়তো ওকে বাঁচানো যেত।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল সালাম সরকার জানান,‘ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পানিতে ডুবে যাওয়া মোহাম্মদ নামের এক শিশুকে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’

গাজীপুরের কাপাসিয়ায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। সে উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের দেলোয়ার হোসেন জুয়েলের একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের ডোবায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ ধরে মোহাম্মদকে পরিবারের কেউ দেখতে না পেয়ে তার বাবা ছেলের খোঁজাখুঁজি শুরু করেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর জুয়েল পাশের ডোবায় তাঁর ছেলের বড়শি দেখতে পায়। বড়শি পড়ে থাকতে দেখে ছেলেকে না দেখে জুয়েল চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। ছেলেকে খুঁজতে জুয়েল নিজেই ডোবায় নামেন। অনেকে মিলে অনেকক্ষণ ডোবায় খোঁজাখুঁজির একপর্যায়ে একটি গাছের ডালের নিচ থেকে শিশু মোহাম্মদের মরদেহ ভেসে ওঠে।
পরে তাকে উদ্ধার করে কাপাসিয়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জুয়েল জানান, ‘আমার ছেলে ডোবায় পড়ে গেলে অন্যান্য বাচ্চারা দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ওদের কেউ যদি সঙ্গে সঙ্গে এসে জানাতো মোহাম্মদ পানিতে পড়ে গেছে তাহলে হয়তো ওকে বাঁচানো যেত।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল সালাম সরকার জানান,‘ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পানিতে ডুবে যাওয়া মোহাম্মদ নামের এক শিশুকে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১০ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে