Ajker Patrika

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

গাজীপুরের গাছা থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে রাখা খালি সিলিন্ডারে গ্যাস দেওয়ার সময় আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. আল-আমিন (৩০)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। 

আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল-আমিন। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গাজীপুর থেকে দগ্ধ পাঁচজন  আমাদের এখানে এসেছিলেন। আজ সকালে আল-আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে এ ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বাকি দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

গত ১৩ অক্টোবর গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় হাজি ওয়াহেদ মিয়া সিএনজি ফিলিংস স্টেশনে গ্যাস নেওয়ার সময় কাভার্ড ভ্যানে রাখা সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত