টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন।
শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করায় মহাসড়কটির উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।
কারখানা সূত্রে জানা যায়, বুধবার সকালে কারখানাটির দেড় হাজার শ্রমিক কাজে যোগ দেন। পরে কারখানা কর্তৃপক্ষের কাছে সকাল সাড়ে ৯টার দিকে গত মার্চ মাসের বকেয়া ২০ দিনের বেতনের দাবি জানান শ্রমিকেরা। তবে কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে না পারায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই কিছুক্ষণ পর শ্রমিকেরা স্লোগান দিয়ে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড নামক এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘বকেয়া ২০ দিনের বেতন এখনো পাইনি। কারখানার মালিক আমাদের মাসিক বেতন সময়মতো পরিশোধ করেন না। এর আগেও আমরা টানা পাঁচ দিন সড়কে অবরোধ করেছিলাম। আজ আবার এসেছি।’
কারখানার মালিক বাহাউদ্দিন চৌধুরী বাকেরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাউল হক বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের প্রতিনিধি ও কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদের অনুরোধ জানিয়েছি মহাসড়ক ছেড়ে সড়কের পাশে অবস্থান করতে।

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন।
শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করায় মহাসড়কটির উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।
কারখানা সূত্রে জানা যায়, বুধবার সকালে কারখানাটির দেড় হাজার শ্রমিক কাজে যোগ দেন। পরে কারখানা কর্তৃপক্ষের কাছে সকাল সাড়ে ৯টার দিকে গত মার্চ মাসের বকেয়া ২০ দিনের বেতনের দাবি জানান শ্রমিকেরা। তবে কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে না পারায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই কিছুক্ষণ পর শ্রমিকেরা স্লোগান দিয়ে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড নামক এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘বকেয়া ২০ দিনের বেতন এখনো পাইনি। কারখানার মালিক আমাদের মাসিক বেতন সময়মতো পরিশোধ করেন না। এর আগেও আমরা টানা পাঁচ দিন সড়কে অবরোধ করেছিলাম। আজ আবার এসেছি।’
কারখানার মালিক বাহাউদ্দিন চৌধুরী বাকেরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাউল হক বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের প্রতিনিধি ও কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদের অনুরোধ জানিয়েছি মহাসড়ক ছেড়ে সড়কের পাশে অবস্থান করতে।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৯ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২২ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩১ মিনিট আগে