গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকালে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।
খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে প্রায় দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল শুরু হয়।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় দ্যাটস ইট পোশাক কারখানার কর্তৃপক্ষ কোনো নোটিশ না দিয়ে কারখানার ৭৬ জন শ্রমিককে ছাঁটাই করে। আজ সকালে ছাঁটাইকৃত শ্রমিকেরা অন্য দিনের মতো কাজে যোগ দিতে এলে কারখানায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

এ সময় তাঁদের প্রবেশ করতে না দেওয়ার কারণ জানতে চাইলে জানানো হয়, ইতিপূর্বে শ্রমিক আন্দোলনে অংশ নিয়েছে—এমন অভিযোগে তাঁদের ছাঁটাই করা হয়েছে। প্রতিবাদের সকাল ১০টার দিকে কারখানার ফটকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা কারখানার অন্য শ্রমিকদেরও বিক্ষোভে যোগ দিতে আহ্বান জানান।
পরে কারখানার অন্য শ্রমিকরাও বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভে অংশ নিয়ে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ৭৬ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে দ্যাটস ইট কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। তাঁদের দাবিদাওয়ার বিষয়ে আগামীকাল (সোমবার) বিজিএমইএ কার্যালয়ে আলোচনা করে বিষয়টি মীমাংসা করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এতে ঘণ্টাখানেক পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।

গাজীপুরে ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকালে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।
খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে প্রায় দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল শুরু হয়।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় দ্যাটস ইট পোশাক কারখানার কর্তৃপক্ষ কোনো নোটিশ না দিয়ে কারখানার ৭৬ জন শ্রমিককে ছাঁটাই করে। আজ সকালে ছাঁটাইকৃত শ্রমিকেরা অন্য দিনের মতো কাজে যোগ দিতে এলে কারখানায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

এ সময় তাঁদের প্রবেশ করতে না দেওয়ার কারণ জানতে চাইলে জানানো হয়, ইতিপূর্বে শ্রমিক আন্দোলনে অংশ নিয়েছে—এমন অভিযোগে তাঁদের ছাঁটাই করা হয়েছে। প্রতিবাদের সকাল ১০টার দিকে কারখানার ফটকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা কারখানার অন্য শ্রমিকদেরও বিক্ষোভে যোগ দিতে আহ্বান জানান।
পরে কারখানার অন্য শ্রমিকরাও বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভে অংশ নিয়ে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ৭৬ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে দ্যাটস ইট কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। তাঁদের দাবিদাওয়ার বিষয়ে আগামীকাল (সোমবার) বিজিএমইএ কার্যালয়ে আলোচনা করে বিষয়টি মীমাংসা করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এতে ঘণ্টাখানেক পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২২ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে