সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে বদলে গেল উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সেই প্রার্থী। আজ বৃহস্পতিবার রাতে আগের প্রার্থী মো. সাইফুল ইসলামের পরিবর্তে নতুন করে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রথমে তারাপুর ইউনিয়নে মো. সাইফুল ইসলামকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে দলের ভেতর আলোচনা-সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়। পিস কমিটির ছেলের হাতে নৌকা এমন অভিযোগ তুলে এক জোট হয়ে তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন দলের মনোনয়নবঞ্চিত ত্যাগী নেতারা।
এতে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ সহস্রাধিক নারী-পুরুষ ভোটার। তাঁদের দাবি ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হোক। এ ছাড়া কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগও করেন মনোনয়ন বঞ্চিত এ নেতা। পরে বৃহস্পতিবার রাতে মনোনয়ন বোর্ড সাইফুল ইসলামকে পরিবর্তন করে তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেন।
মনোনয়ন বঞ্চিত মো. সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো কাগজপত্র পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি শোনা যাচ্ছে।
নতুন করে মনোনয়ন পাওয়া মো. আব্দুস সামাদ খোকা বলেন, মো. সাইফুল ইসলাম বহিরাগত। তিনি দলের কেউ না। এ বিষয়টি জানার পর মনোনয়ন বোর্ড নতুন করে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রাব্বানী আপেল মনোনয়ন বোর্ডের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আব্দুস সামাদ খোকা দলের ত্যাগী নেতা। দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। দলের সঙ্গে মো. সাইফুল ইসলামের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি মনোনয়ন বোর্ডকে ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছিলেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জে নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে বদলে গেল উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সেই প্রার্থী। আজ বৃহস্পতিবার রাতে আগের প্রার্থী মো. সাইফুল ইসলামের পরিবর্তে নতুন করে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রথমে তারাপুর ইউনিয়নে মো. সাইফুল ইসলামকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে দলের ভেতর আলোচনা-সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়। পিস কমিটির ছেলের হাতে নৌকা এমন অভিযোগ তুলে এক জোট হয়ে তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন দলের মনোনয়নবঞ্চিত ত্যাগী নেতারা।
এতে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ সহস্রাধিক নারী-পুরুষ ভোটার। তাঁদের দাবি ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হোক। এ ছাড়া কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগও করেন মনোনয়ন বঞ্চিত এ নেতা। পরে বৃহস্পতিবার রাতে মনোনয়ন বোর্ড সাইফুল ইসলামকে পরিবর্তন করে তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেন।
মনোনয়ন বঞ্চিত মো. সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো কাগজপত্র পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি শোনা যাচ্ছে।
নতুন করে মনোনয়ন পাওয়া মো. আব্দুস সামাদ খোকা বলেন, মো. সাইফুল ইসলাম বহিরাগত। তিনি দলের কেউ না। এ বিষয়টি জানার পর মনোনয়ন বোর্ড নতুন করে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রাব্বানী আপেল মনোনয়ন বোর্ডের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আব্দুস সামাদ খোকা দলের ত্যাগী নেতা। দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। দলের সঙ্গে মো. সাইফুল ইসলামের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি মনোনয়ন বোর্ডকে ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছিলেন।

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১১ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
৩৭ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে