গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, ‘আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলমান। দেশ নিয়ে এখনো একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ গতকাল শনিবার রাতে গাইবান্ধায় জেলা স্টেডিয়াম মিলনায়তনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যৌথ কর্মিসভায় এসব কথা বলেন তিনি।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী লীগ আর একাত্তরের পরাজিত শক্তির নাম মুখে না নেই। আমরা সবাই তাদের চিনি। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। এখনো নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যত্র হচ্ছে। দলে কোনো ধরনের সুযোগ সন্ধানীরা যাতে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’
জিলানী বলেন, ‘চলমান পরিস্থিতিতে দেশের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করতে আমরা কাজ করছি। জেলায় জেলায় যৌথ কর্মিসভা করে সবাইকে একতাবদ্ধ করছি। বিএনপি নির্বাচনমুখী দল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ। জেলায় জেলায় যৌথ কর্মিসভা করে সবাইকে একতাবদ্ধ করছি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ।’
যৌথ কর্মিসভায় সভাপতির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ‘গত ১৬ বছর অনেকে ছাত্রত্ব হারানোসহ অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে দাঁড়িয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা লড়াই সংগ্রাম করেছেন। বিগত সময়ে বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। নির্বাচন কমিশন ছিল কিন্তু একটিও সফল নির্বাচন করতে পারেনি। প্রশাসন ছিল, আদালত ছিল কিন্তু কোনো বিচার ছিল না, আমাদের নিরাপত্তা ছিল না। এ জন্য সারা বিশ্বে শেখ হাসিনা সরকার নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসেবে পরিচিতি পেয়েছেন।’
যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় সভা পরিচালিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন—ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসিন আলী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খান।
এ ছাড়া আরও বক্তব্য দেন-গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনসহ অনেকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, ‘আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলমান। দেশ নিয়ে এখনো একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ গতকাল শনিবার রাতে গাইবান্ধায় জেলা স্টেডিয়াম মিলনায়তনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যৌথ কর্মিসভায় এসব কথা বলেন তিনি।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী লীগ আর একাত্তরের পরাজিত শক্তির নাম মুখে না নেই। আমরা সবাই তাদের চিনি। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। এখনো নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যত্র হচ্ছে। দলে কোনো ধরনের সুযোগ সন্ধানীরা যাতে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’
জিলানী বলেন, ‘চলমান পরিস্থিতিতে দেশের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করতে আমরা কাজ করছি। জেলায় জেলায় যৌথ কর্মিসভা করে সবাইকে একতাবদ্ধ করছি। বিএনপি নির্বাচনমুখী দল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ। জেলায় জেলায় যৌথ কর্মিসভা করে সবাইকে একতাবদ্ধ করছি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ।’
যৌথ কর্মিসভায় সভাপতির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ‘গত ১৬ বছর অনেকে ছাত্রত্ব হারানোসহ অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে দাঁড়িয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা লড়াই সংগ্রাম করেছেন। বিগত সময়ে বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। নির্বাচন কমিশন ছিল কিন্তু একটিও সফল নির্বাচন করতে পারেনি। প্রশাসন ছিল, আদালত ছিল কিন্তু কোনো বিচার ছিল না, আমাদের নিরাপত্তা ছিল না। এ জন্য সারা বিশ্বে শেখ হাসিনা সরকার নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসেবে পরিচিতি পেয়েছেন।’
যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় সভা পরিচালিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন—ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসিন আলী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খান।
এ ছাড়া আরও বক্তব্য দেন-গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনসহ অনেকে।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৩৮ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে