গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, ‘আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলমান। দেশ নিয়ে এখনো একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ গতকাল শনিবার রাতে গাইবান্ধায় জেলা স্টেডিয়াম মিলনায়তনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যৌথ কর্মিসভায় এসব কথা বলেন তিনি।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী লীগ আর একাত্তরের পরাজিত শক্তির নাম মুখে না নেই। আমরা সবাই তাদের চিনি। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। এখনো নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যত্র হচ্ছে। দলে কোনো ধরনের সুযোগ সন্ধানীরা যাতে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’
জিলানী বলেন, ‘চলমান পরিস্থিতিতে দেশের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করতে আমরা কাজ করছি। জেলায় জেলায় যৌথ কর্মিসভা করে সবাইকে একতাবদ্ধ করছি। বিএনপি নির্বাচনমুখী দল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ। জেলায় জেলায় যৌথ কর্মিসভা করে সবাইকে একতাবদ্ধ করছি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ।’
যৌথ কর্মিসভায় সভাপতির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ‘গত ১৬ বছর অনেকে ছাত্রত্ব হারানোসহ অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে দাঁড়িয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা লড়াই সংগ্রাম করেছেন। বিগত সময়ে বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। নির্বাচন কমিশন ছিল কিন্তু একটিও সফল নির্বাচন করতে পারেনি। প্রশাসন ছিল, আদালত ছিল কিন্তু কোনো বিচার ছিল না, আমাদের নিরাপত্তা ছিল না। এ জন্য সারা বিশ্বে শেখ হাসিনা সরকার নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসেবে পরিচিতি পেয়েছেন।’
যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় সভা পরিচালিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন—ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসিন আলী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খান।
এ ছাড়া আরও বক্তব্য দেন-গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনসহ অনেকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, ‘আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলমান। দেশ নিয়ে এখনো একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ গতকাল শনিবার রাতে গাইবান্ধায় জেলা স্টেডিয়াম মিলনায়তনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যৌথ কর্মিসভায় এসব কথা বলেন তিনি।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী লীগ আর একাত্তরের পরাজিত শক্তির নাম মুখে না নেই। আমরা সবাই তাদের চিনি। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। এখনো নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যত্র হচ্ছে। দলে কোনো ধরনের সুযোগ সন্ধানীরা যাতে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’
জিলানী বলেন, ‘চলমান পরিস্থিতিতে দেশের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করতে আমরা কাজ করছি। জেলায় জেলায় যৌথ কর্মিসভা করে সবাইকে একতাবদ্ধ করছি। বিএনপি নির্বাচনমুখী দল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ। জেলায় জেলায় যৌথ কর্মিসভা করে সবাইকে একতাবদ্ধ করছি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ।’
যৌথ কর্মিসভায় সভাপতির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ‘গত ১৬ বছর অনেকে ছাত্রত্ব হারানোসহ অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে দাঁড়িয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা লড়াই সংগ্রাম করেছেন। বিগত সময়ে বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। নির্বাচন কমিশন ছিল কিন্তু একটিও সফল নির্বাচন করতে পারেনি। প্রশাসন ছিল, আদালত ছিল কিন্তু কোনো বিচার ছিল না, আমাদের নিরাপত্তা ছিল না। এ জন্য সারা বিশ্বে শেখ হাসিনা সরকার নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসেবে পরিচিতি পেয়েছেন।’
যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় সভা পরিচালিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন—ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসিন আলী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খান।
এ ছাড়া আরও বক্তব্য দেন-গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনসহ অনেকে।

বিএনপির দুই প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার দুজনই নগদ টাকায় কোটিপতি। আর এই আসনে ভোটের মাঠে থাকা জামায়াত প্রার্থী মো. শাহজাহান মঞ্জু ও তাঁর স্ত্রী লুৎফর জাহানের হাতে কোনো নগদ টাকা নেই। জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি বিশাল খরচের উপলক্ষ কীভাবে সামাল দেবেন...
১৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৬ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৯ ঘণ্টা আগে