পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে ‘রাইস ট্রান্সপ্ল্যান্ট’ বা চারা রোপণ যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। হাইব্রিড সমলয় চাষাবাদের আওতায় আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার দুবলাচাঁদ মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরশুরাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় বোরো হাইব্রিড ধান চাষে রাইস ট্রান্সপ্ল্যান্ট যন্ত্রের মাধ্যমে ৮১ জন কৃষকের ৫০ একর জমিতে চারা রোপণের কর্মসূচি উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. একরাম উদ্দিন ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাঞ্জন বনিক বলেন, ‘রাইস ট্রান্সপ্ল্যান্ট’ বা চারা রোপণের যন্ত্র দিয়ে দিনে এক ঘণ্টায় ৩০ জন কৃষকের সারা দিনের কাজ শেষ করা যাবে। প্রতিদিন গড়ে ৫-৬ একর জমিতে চাষাবাদ করা যাবে। এতে কৃষকের সময় ও শ্রম সাশ্রয় হবে, কৃষি উৎপাদনও বেশি হবে।’
এর আগে সমলয় বোরো হাইব্রিড ধান চাষে রাইস ট্রান্সপ্ল্যান্ট যন্ত্রের মাধ্যমে চারা রোপণের সার্বিক বিষয় কৃষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন চৌধুরী।
ইউএনও আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. একরাম উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান। উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাঞ্জন বনিকের সঞ্চালনায় উপসহকারী কৃষি কর্মকর্তা পিন্টু কুমার দাশসহ কৃষকেরা বক্তব্য দেন। সমলয় চাষাবাদ কার্যক্রমে মাঠপর্যায়ে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবদ্ধ যুব-তরুণ সংঘ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. একরাম উদ্দিন বলেন, ‘এই কার্যক্রমে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে একসঙ্গে ফসল রোপণ এবং ফসল কাটা এই যন্ত্রের মাধ্যমে করা হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ থেকে যাবতীয় বীজ, সার ও কারিগরি সহযোগিতা দেওয়া হবে, যাতে কৃষকেরা ভবিষ্যতেও কৃষিতে যন্ত্রের ব্যবহারে উৎসাহিত হয় এবং কৃষিনির্ভর বাংলাদেশ গঠন স্মার্ট কৃষিতে পদার্পণ করে এবং দেশ কৃষিতে সমৃদ্ধিশালী হয়।’

ফেনীর পরশুরামে ‘রাইস ট্রান্সপ্ল্যান্ট’ বা চারা রোপণ যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। হাইব্রিড সমলয় চাষাবাদের আওতায় আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার দুবলাচাঁদ মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরশুরাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় বোরো হাইব্রিড ধান চাষে রাইস ট্রান্সপ্ল্যান্ট যন্ত্রের মাধ্যমে ৮১ জন কৃষকের ৫০ একর জমিতে চারা রোপণের কর্মসূচি উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. একরাম উদ্দিন ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাঞ্জন বনিক বলেন, ‘রাইস ট্রান্সপ্ল্যান্ট’ বা চারা রোপণের যন্ত্র দিয়ে দিনে এক ঘণ্টায় ৩০ জন কৃষকের সারা দিনের কাজ শেষ করা যাবে। প্রতিদিন গড়ে ৫-৬ একর জমিতে চাষাবাদ করা যাবে। এতে কৃষকের সময় ও শ্রম সাশ্রয় হবে, কৃষি উৎপাদনও বেশি হবে।’
এর আগে সমলয় বোরো হাইব্রিড ধান চাষে রাইস ট্রান্সপ্ল্যান্ট যন্ত্রের মাধ্যমে চারা রোপণের সার্বিক বিষয় কৃষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন চৌধুরী।
ইউএনও আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. একরাম উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান। উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাঞ্জন বনিকের সঞ্চালনায় উপসহকারী কৃষি কর্মকর্তা পিন্টু কুমার দাশসহ কৃষকেরা বক্তব্য দেন। সমলয় চাষাবাদ কার্যক্রমে মাঠপর্যায়ে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবদ্ধ যুব-তরুণ সংঘ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. একরাম উদ্দিন বলেন, ‘এই কার্যক্রমে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে একসঙ্গে ফসল রোপণ এবং ফসল কাটা এই যন্ত্রের মাধ্যমে করা হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ থেকে যাবতীয় বীজ, সার ও কারিগরি সহযোগিতা দেওয়া হবে, যাতে কৃষকেরা ভবিষ্যতেও কৃষিতে যন্ত্রের ব্যবহারে উৎসাহিত হয় এবং কৃষিনির্ভর বাংলাদেশ গঠন স্মার্ট কৃষিতে পদার্পণ করে এবং দেশ কৃষিতে সমৃদ্ধিশালী হয়।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে